Off by 2 letters:
টানো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of টানা: টানা – to pull
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of টানা: টানা2 [ ṭānā2 ] v to pull, to tug; to drag (পা টেনে টেনে চলা); to draw (রেখা টানা); to at tract (মন টানা); to carry (মাল টানা); to move quickly (পা টেনে চলা); to be partial to (ছেলের দিকে টানা); to stretch out (সুর টানা); to cut down expenditure (আয় কম হলে টেনে চলা); to smoke or drink (গাঁজা টানা, মদ টানা); to extract (রস টানা); to consume (খাইয়েরা খুব মিষ্টি টানছে); to sell (বাজারে মাল টানা). ☐ a. borne or drawn (ঘোড়ায়-টানা গাড়ি); operated by pulling or dragging (টানা পাখা, টানা জাল); straight (টানা পথ); continuous (টানা তিন ঘন্টা); skimmed (টানা দুধ); wide, broad, large, big (টানা চোখ); drawn (কালি দিয়ে টানা লেখা); quick and somewhat interwoven (টানা লেখা). গুণ টানা v. to tow. বইঠা টানা, দাঁড় টানা v. to row, to scull. টানা-জাল n. a drag-net. টানাটানা a. broad, wide, large (টানাটানা চোখ); smelling of arrogance or vanity (টানাটানা কথা); quick and somewhat interwoven (টানাটানা লেখা). টানাটানি n. mutual or continuous pulling or tugging or dragging; mutual or continuous attraction; act of dragging forcibly; act of forcing; want, shortage, hardship (টানাটানির সংসার). টানাটানি করা v. to pull or tug or drag or attract mutually or continuously; to drag forcibly; to force; to cut down expenditure (টানাটানি করে সংসার চালানো). দড়ি-টানাটানি n. tug-of-war. টানা-হ্যাঁচড়া n. act of dragging forcibly; act of forcing; continuing or running on with difficulty; coming and going frequently. একটানা a. continuous; lying at a stretch. দোটানা n. vacillation, wavering.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of টানা: টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্থন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ~টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ~বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ~হেঁচড়া, ~হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
Off by 3 letters:
ইটানো definitions

Samsad Bengali-English Dictionary
ইট [ iṭa ] n brick; (loos.) brickbat. ইট ছোড়া v. to throw bricks and brickbats. ইট মারা, ইটানো v. to pelt with bricks and brick bats, to throw stones at. ~খোলা n. a brick-field. ~পাটকেল n. bricks and brickbats. ~পাতন n. brick-laying. ইটের পাঁজা বা ভাটি a. brick-kiln. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় tit for tat, a tip for a tap.
ঘটানো definitions

Bangla-Tangla Dictionary
ঘটানো – to cause happen (eg, an event)
Samsad Bengali-English Dictionary
ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করে adv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানো v. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.
Samsad Bangla Abhidhan
ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।
চটানো definitions

Bangla-Tangla Dictionary
চটানো
1. to cause to break
2. to cause to feel miffed
Samsad Bengali-English Dictionary
চটা2 [ caṭā2 ] v to break into a chink or chinks, to crack, to split; to be broken or spoiled (ঘুম চটা, বন্ধুত্ব চটা). চটানো v. to cause to break into a chink or chinks, to crack, to split; to cause to break or be spoiled, to break or spoil. চটা3 [ caṭā3 ] v to get angry; to be offended. চটানো v. to make angry; to offend.
Samsad Bangla Abhidhan
চটা2 [ caṭā2 ] ক্রি, রুষ্ট হওয়া, রাগ করা (আহা, চটছ কেন)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< চটা3]। ~চটি বি. 1 রাগারাগি; 2 বিবাদ। ~নো ক্রি. রাগানো (আমাকে চটিয়ো না, তাকে চটাচ্ছ কেন?)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। চটা3 [ caṭā3 ] ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ~নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
টকানো definitions

Samsad Bengali-English Dictionary
টকানো [ ṭakānō ] v to cause to turn sour, to turn sour; to acidify; to cause to rot, to putrefy; to irritate by acidifying (দাঁত টকানো).
Samsad Bangla Abhidhan
টকা [ ṭakā ] ক্রি. 1 বিকৃত হওয়া, কটু হয়ে যাওয়া (তরকারিটা টকে গেছে); 2 টকের সংস্পর্শে শিরশির করা বা অস্বস্তিকর অনুভূতি হওয়া (দাঁত টকে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [বাং. টক + আ]। ~নো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
টলানো definitions

Bangla-Tangla Dictionary
টলানো – to shake something, to dislodge
Samsad Bengali-English Dictionary
টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানো v. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect.
Samsad Bangla Abhidhan
টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
টান definitions

Bangla-Tangla Dictionary
টান – a pull, attraction, affection

2nd person ordinary present simple tense of টানা:
টানা – to pull

Samsad Bengali-English Dictionary
টান [ ṭāna ] n a pull or tug (জোর টান); attraction (স্নেহের টান); attachment, affection (ছেলের প্রতি টান); a drawing in, a pull (সিগারেটের টান); tightness, tension (গেরোটায় বেশ টান আছে); want, need, shortage, scarcity (পয়সার টান); demand (বাজারে ভাল বইয়ের টান); difficult breathing, spasm (হাঁপানির টান); style of writing or painting, flourish (লেখায় সুন্দর টান); quick and rather interwoven style of writing as of a veteran writer (টানের লেখা); manner of speaking or pronouncing (কথার টান); provincialism or typical intonation (উচ্চারণে যশুরে টান); consumption (পোলাওতে খুব টান); stretch (এক টানে); current (নদীতে খুব টান); force (স্রোতের টান); contraction (শিরার টান); (math. & phys.) tension, strain. টান দেওয়া v. to pull, to tug; to give a pull; to draw in (as smoke); to snatch; to flourish; to pronounce or speak with provincial accent or intonation or in a peculiar manner. টান ধরা v. to be in short supply, to run short (পয়সার টান ধরা); to contract (শিরায় টান ধরা); to have fits of spasm (হাঁপানির টান ধরা); to commence to dry up (ঘায়ে টান ধরা). টানটান a. fully stretched out (টানটান হয়ে শোওয়া); very tight or tense; full of vanity or arrogance (টানটান কথা). টান-টোন n. pl. strokes and flourishes (as in calligraphy or drawing). একটানে adv. in a single tug or pull; at a stretch. 2nd person ordinary present simple tense of টানা: টানা2 [ ṭānā2 ] v to pull, to tug; to drag (পা টেনে টেনে চলা); to draw (রেখা টানা); to at tract (মন টানা); to carry (মাল টানা); to move quickly (পা টেনে চলা); to be partial to (ছেলের দিকে টানা); to stretch out (সুর টানা); to cut down expenditure (আয় কম হলে টেনে চলা); to smoke or drink (গাঁজা টানা, মদ টানা); to extract (রস টানা); to consume (খাইয়েরা খুব মিষ্টি টানছে); to sell (বাজারে মাল টানা). ☐ a. borne or drawn (ঘোড়ায়-টানা গাড়ি); operated by pulling or dragging (টানা পাখা, টানা জাল); straight (টানা পথ); continuous (টানা তিন ঘন্টা); skimmed (টানা দুধ); wide, broad, large, big (টানা চোখ); drawn (কালি দিয়ে টানা লেখা); quick and somewhat interwoven (টানা লেখা). গুণ টানা v. to tow. বইঠা টানা, দাঁড় টানা v. to row, to scull. টানা-জাল n. a drag-net. টানাটানা a. broad, wide, large (টানাটানা চোখ); smelling of arrogance or vanity (টানাটানা কথা); quick and somewhat interwoven (টানাটানা লেখা). টানাটানি n. mutual or continuous pulling or tugging or dragging; mutual or continuous attraction; act of dragging forcibly; act of forcing; want, shortage, hardship (টানাটানির সংসার). টানাটানি করা v. to pull or tug or drag or attract mutually or continuously; to drag forcibly; to force; to cut down expenditure (টানাটানি করে সংসার চালানো). দড়ি-টানাটানি n. tug-of-war. টানা-হ্যাঁচড়া n. act of dragging forcibly; act of forcing; continuing or running on with difficulty; coming and going frequently. একটানা a. continuous; lying at a stretch. দোটানা n. vacillation, wavering.
Samsad Bangla Abhidhan
টান [ ṭāna ] বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)। 2nd person ordinary present simple tense of টানা: টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্থন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ~টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ~বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ~হেঁচড়া, ~হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
ডরানো definitions

Samsad Bengali-English Dictionary
ডরা, ডরানো [ ḍarā, ḍarānō ] v to fear, to dread.
Samsad Bangla Abhidhan
ডর [ ḍara ] বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ডলানো definitions

Samsad Bengali-English Dictionary
ডলা [ ḍalā ] v to rub; to massage; to press or knead (তামাক ডলা). ডলাই-মলাই n. mas sage. ডলানো v. to cause to rub or mas sage or press or knead.
Samsad Bangla Abhidhan
ডলা [ ḍalā ] ক্রি. 1 মর্দন বা মালিশ করা; 2 টেপা; 3 পেষণ করা, ঠাসা (ময়দা ডলা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ দল্ + বাং. আ]। ডলাই-মলাই বি. সংবাহন, massage, গা মালিশ বা মর্দন করা। ~নো ক্রি. মর্দন বা মালিশ করানো; টেপানো; পেষণ করানো; ঠাসানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ডান definitions

Bangla-Tangla Dictionary
ডান – right (direction)
Samsad Bangla Abhidhan
ডাইন2, ডাইনি, ডান2 [ ḍāina2, ḍāini, ḍāna2 ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী। [সং. ডাকিনী]। ডান [ ḍāna ] দ্র ডাইন1 ও ডাইন2
পটানো definitions

Samsad Bengali-English Dictionary
পটানো [ paṭānō ] v to bring to terms; to persuade; to cause to agree or give in; to win over; to lure, to seduce (মেয়ে পটানো).
Samsad Bangla Abhidhan
পটা [ paṭā ] ক্রি. 1 বনিবনা হওয়া, খাপ খাওয়া (তাঁর সঙ্গে মোটেই পটে না); 2 ঘনিষ্ঠ হওয়া, অন্তরঙ্গ হওয়া (মেয়েটা তার সঙ্গে পটেছে, 'যার সাথে যার পটে মন, কিবা হাঁড়ি কিবা ডোম'); 3 রাজি হওয়া (অনেক বোঝানোর পর পটেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. পটকানা]। ~নো ক্রি. 1 বনানো, খাপ খাওয়ানো; 2 রাজি করা; 3 ভুলিয়ে বশীভূত করা; 4 ভুলানো (মনিবকে পটিয়েছে)। ☐ বি. উক্ত সব অর্থে।
রটানো definitions

Bangla-Tangla Dictionary
রটানো – to spread (eg, a rumor, news)
Samsad Bengali-English Dictionary
রটা [ raṭā ] v to be in circulation, to circulate; to be made public. রটানো v. to circulate; to make public. যা রটে তার কিছু বটে (fig.) there is some truth in a rumour. রটিত a. circulated, made public, noised abroad, reported.
Samsad Bangla Abhidhan
রটা [ raṭā ] বি. ক্রি. 1 প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); 2 বলা ('রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে': রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 প্রচার করা ('মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে': রবীন্দ্র); 2 (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।
হটানো definitions

Bangla-Tangla Dictionary
হটানো [verb]
Samsad Bengali-English Dictionary
হটা [ haṭā ] v to move backwards or aside; to re treat; to evade an obligation or under taking, to back out; to withdraw; to be defeated. হটানো v. to cause to move backwards or aside; to repel; to cause to retreat or back out or withdraw; to defeat.
Samsad Bangla Abhidhan
হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাৎপদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ~নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাৎপদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ানো definitions

Samsad Bengali-English Dictionary
খোলা2 [ khōlā2 ] v to open (দরজা খোলা); to expose or reveal, to open (মন খোলা); to unfasten (গোরুর দড়ি খোলা); to set on a voyage or journey, to leave; to start or found (নতুন স্কুল খোলা); to open for day's work (এ দোকান বেলা দশটায় খুলবে); to resume work, to re-open (ছুটির পর আদালত খুলবে); to untie or undress (খোঁপা খোলা, চুল খোলা); to put off, to take off (জামা খোলা). ☐ a. open, unfastened; untied or undressed; unobstructed, unhindered (খোলা পথ); frank, without reserve (খোলা মন). া বাজার (comm.) open market. াখুলি a. frank, categorical, candid, outspoken, unreserved (খোলাখুলি কথা). ☐ adv. frankly, categorically, point-blank, outspokenly, unreservedly. ানো v. to cause to open or unfasten; to cause to leave; to cause to start or found; to cause to open for day's work; to cause to re-open; to cause to untie or undress; to cause to take off or put off.
Off by 4 letters:
আঁটানো definitions

Samsad Bengali-English Dictionary
আঁটা [ ān̐ṭā ] v to fasten tightly, to tighten; to wear, to put on (পাগড়ি আঁটা); to bolt (দরজায় খিল আঁটা); to fix (স্ক্রু আঁটা); to affix (খামে টিকিট আঁটা); to shut, to close (দরজা আঁটা, লেফাফা আঁটা); to (be able to) contain or hold, to have capacity or room for (বালতিতে দুধ আঁটা), to contend with (usu. equally); to be equal to; to contrive (ফন্দি আঁটা); to be equal to, to cope with (বুদ্ধিতে আঁটা). ☐ a. closed, shut. আঁটাআঁটি, আঁটিসাঁটি n. excessive tightness; excessive strictness or rigour; firmness; higgling; excessive attention to (usu. one's own) interests (নিজের বেলা আঁটিসাঁটি). ~নো v. to cause or force to contain or hold.
Samsad Bangla Abhidhan
আঁটা [ ān̐ṭā ] ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। ☐ বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ~নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)।
আউটানো definitions

Samsad Bengali-English Dictionary
আউটানো [ āuṭānō ] v to stir (milk) whilst boiling.
Samsad Bangla Abhidhan
আউটানো [ āuṭānō ] ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। ☐ বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। ☐ বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাং. √ আউটা (সং. আবর্তন >)]।
আটকানো definitions

Bangla-Tangla Dictionary
আটকানো – to stop from moving, to prevent, stuck
Samsad Bengali-English Dictionary
আটকানো [ āṭakānō ] v to confine; to obstruct, to impede; to restrain, to check; to prevent; to detain; to imprison; to fix (দেওয়ালে পেরেক আটকানো). ☐ a. confined; obstructed; impeded; restrained, checked; prevented; detained; affixed. রাখা [ rākhā ] v to place, to lay, to keep; to shelter; to protect, to guard; to preserve; to save; to rescue; to put into; to deposit; to keep for sale (এ দোকানে খারাপ মাল রাখে না); to maintain or grow on one's person (টিকি রাখা); to keep up, to maintain (ঠাট রাখা); to pawn or receive as a pawn (গয়না রেখে টাকা নেওয়া বা দেওয়া); to engage, to employ (চাকর রাখা); to rear or tame (গরু রাখা, কুকুর রাখা); to look after, to tend, to herd (দুজন রাখাল ঘোষেদের গোরু রাখে); to adopt (বন্ধ্যা নারীটি একটি ছেলে রেখেছে); to maintain for one's enjoyment, to keep (বেশ্যা রাখা); to set apart (অতিথির জন্য খাবার রাখা); to store (বছরের খোরাক রাখা); to put by, to set by, to lay by (টাকা রাখা); to refrain from mentioning or uttering (তার কথা রাখো-ঢের শুনেছি); to heed, to pay heed to, to obey, to comply with (অনুরোধ রাখা); to fulfil, to observe (প্রতিশ্রুতি রাখা); to leave (বউ রেখে কোথায় যাবে); to leave behind (কলমটা ঘরে রেখে এসেছি); to stop, to pull up, to park (গাড়ি এখানে রাখো); to cherish (মনে আশা রাখা); to bear (মনে রাখা); to buy (বাটিটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); to take settlement of (জমি রাখা); to give (নাম রাখা); to gratify, to please (মন রাখা). আটকে রাখা same as আটকানো (v.). কথা রাখা v. to comply with or obey or accede to another's re quest; to keep one's promise or word. করে রাখা v. to have done or completed something beforehand. চোখ রাখা v. to keep an eye over, to watch. জমিয়ে রাখা v. to lay by, to save up; to store up; to accumulate, to pile up. ধরে রাখা v. to shut up; to detain; to hold back; to store up. ফেলে রাখা v. to put off. মান রাখা v. to show due respect to. সাজিয়ে রাখা v. to keep in order; to arrange in order; to display in order. রেখে যাওয়া n. to leave behind.
Samsad Bangla Abhidhan
আটকানো [ āṭakānō ] ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।
উটকানো definitions

Samsad Bengali-English Dictionary
ওটকানো, উটকানো [ ōṭakānō, uṭakānō ] v search clumsily and hastily; look for something hurriedly; rummage.
Samsad Bangla Abhidhan
উটকনো, উটকানো [ uṭakanō, uṭakānō ] বি. জিনিসপত্র উলটেপালটে খোঁজা। ☐ বিণ. খুঁজতে গিয়ে জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে এমন। [বাং. √ উটকা]।
উলটানো definitions

Samsad Bangla Abhidhan
উলটা, উলটো [ ulaṭā, ulaṭō ] বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্থার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে।
ওটকানো definitions

Samsad Bengali-English Dictionary
ওটকানো, উটকানো [ ōṭakānō, uṭakānō ] v search clumsily and hastily; look for something hurriedly; rummage.

Processing time: 1.67 s