Bangla-Tangla Dictionary
genitive of দেখা:
দেখা – to see, to look
genitive of 2nd person intimate present imperative tense of দেখানো:
দেখানো
– to show, to look (as in, the flowers look beautiful)
Samsad Bengali-English Dictionary
genitive of দেখা:
দেখা [ dēkhā ] v to see, to behold, to view, to notice, to espy; to look (at); to visit (চিড়িয়াখানা দেখতে যাব); to experience directly (দেখে শেখা); to judge or consider (অবস্থা দেখা); to examine (পরীক্ষার খাতা দেখা); to observe (যুদ্ধের গতি দেখা); to inspect (অডিটর হিসাব দেখবেন); to feel (নাড়ি দেখা); to attend on or nurse (অসুস্থ লোকটিকে দেখা); to attend to, to look after (জমিজমা দেখা); to treat (এ রোগীকে কোন ডাক্তার দেখছে); to witness (থিয়েটার দেখা, খেলা দেখা); to search (চাকরি দেখা); to come across, to meet (পথে একটা পাগল দেখলাম); to read through (বইয়ের শেষ পাতা দেখো); to think (ছেলেটা বকে গেছে দেখছি); to endeavour, to try (আর দেখে লাভ কি-এ রোগী বাঁচবে না); to think over (ভেবে দেখা); to take to or follow (নিজের পথ দেখো); to wait (আর খানিকক্ষণ দেখি হয়তো সে আসবে). ☐ a. seen, beheld, viewed, noticed, espied; visited; experienced; examined; inspected; read. দেখতে কুৎসিত ugly to look at, ugly-looking. দেখতে ভাল, দেখতে সুন্দর good or beautiful to look at, good-looking; beautiful, handsome. দেখতে-দেখতে adv. very soon; within a short while; in an instant; gradually. দেখা করা v. to call on, to see. দেখা যাক let me or let us try; let us wait. দেখাদেখি n. mutual seeing or meeting ord visits (তাদের দেখাদেখি নেই, মুখ দেখাদেখি); an act of copying from another's paper by adoption of unfair means (as by ex aminees). ☐ adv. in imitation of (বাপের দেখাদেখি ছেলেও মদ ধরল). দেখানো v. to cause to see; to show; to point out; to demonstrate; to exhibit; to display; to cause to experience directly (মজা দেখানো); to cause to examine or inspect; to cause to feel; to cause to treat; to take (to) for enjoyment; to bear the expenses of (থিয়েটার দেখানো). দেখানিয়া, দেখানে a. (chiefly used as a sfx.) ostentatiously formal; showy, ostentatious; pretended, affected. ~শোনা, ~শুনা n. act of looking after; attendance; supervision; direct experience (এ জীবনে অনেক দেখাশুনা হল); examination or inspection (অনেক দেখা-শোনার পর সে মালটা কিনল); a visit esp. for examination or negotiation (পাত্রপক্ষ দেখাশোনা করে গেছে); meeting (দুজনে দেখাশোনা নেই). দেখাশোনা করা v. to look after; to attend to or on; to super vise; to examine or inspect; to visit esp. for examination or negotiation; to meet or visit mutually. ~সাক্ষাৎ n. meeting or visits; continuous or repeated visits; a visit for negotiation of a marriage. দেখে শুনে adv. from what one has seen or experienced. দেখে শেখা v. to learn from experience; to learn from example; to learn in imitation of.
genitive of 2nd person intimate present imperative tense of দেখানো:
দেখা [ dēkhā ] v to see, to behold, to view, to notice, to espy; to look (at); to visit (চিড়িয়াখানা দেখতে যাব); to experience directly (দেখে শেখা); to judge or consider (অবস্থা দেখা); to examine (পরীক্ষার খাতা দেখা); to observe (যুদ্ধের গতি দেখা); to inspect (অডিটর হিসাব দেখবেন); to feel (নাড়ি দেখা); to attend on or nurse (অসুস্থ লোকটিকে দেখা); to attend to, to look after (জমিজমা দেখা); to treat (এ রোগীকে কোন ডাক্তার দেখছে); to witness (থিয়েটার দেখা, খেলা দেখা); to search (চাকরি দেখা); to come across, to meet (পথে একটা পাগল দেখলাম); to read through (বইয়ের শেষ পাতা দেখো); to think (ছেলেটা বকে গেছে দেখছি); to endeavour, to try (আর দেখে লাভ কি-এ রোগী বাঁচবে না); to think over (ভেবে দেখা); to take to or follow (নিজের পথ দেখো); to wait (আর খানিকক্ষণ দেখি হয়তো সে আসবে). ☐ a. seen, beheld, viewed, noticed, espied; visited; experienced; examined; inspected; read. দেখতে কুৎসিত ugly to look at, ugly-looking. দেখতে ভাল, দেখতে সুন্দর good or beautiful to look at, good-looking; beautiful, handsome. দেখতে-দেখতে adv. very soon; within a short while; in an instant; gradually. দেখা করা v. to call on, to see. দেখা যাক let me or let us try; let us wait. দেখাদেখি n. mutual seeing or meeting ord visits (তাদের দেখাদেখি নেই, মুখ দেখাদেখি); an act of copying from another's paper by adoption of unfair means (as by ex aminees). ☐ adv. in imitation of (বাপের দেখাদেখি ছেলেও মদ ধরল). দেখানো v. to cause to see; to show; to point out; to demonstrate; to exhibit; to display; to cause to experience directly (মজা দেখানো); to cause to examine or inspect; to cause to feel; to cause to treat; to take (to) for enjoyment; to bear the expenses of (থিয়েটার দেখানো). দেখানিয়া, দেখানে a. (chiefly used as a sfx.) ostentatiously formal; showy, ostentatious; pretended, affected. ~শোনা, ~শুনা n. act of looking after; attendance; supervision; direct experience (এ জীবনে অনেক দেখাশুনা হল); examination or inspection (অনেক দেখা-শোনার পর সে মালটা কিনল); a visit esp. for examination or negotiation (পাত্রপক্ষ দেখাশোনা করে গেছে); meeting (দুজনে দেখাশোনা নেই). দেখাশোনা করা v. to look after; to attend to or on; to super vise; to examine or inspect; to visit esp. for examination or negotiation; to meet or visit mutually. ~সাক্ষাৎ n. meeting or visits; continuous or repeated visits; a visit for negotiation of a marriage. দেখে শুনে adv. from what one has seen or experienced. দেখে শেখা v. to learn from experience; to learn from example; to learn in imitation of.
Samsad Bangla Abhidhan
genitive of দেখা:
দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।
genitive of দেখা:
দেখতে দেখতে [ dēkhatē dēkhatē ] ক্রি-বিণ. 1 ক্রমে, ধীরে ধীরে (দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল); 2 মুহূর্তে, অল্পক্ষণের মধ্যে (দেখতে দেখতে চার দিক অন্ধকার হয়ে গেল)। [দেখা দ্র]।
genitive of দেখা:
দেখন [ dēkhana ] বি. দেখা, দর্শন। [দেখা দ্র]। ~হাসি, দ্যাখন-হাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।
genitive of দেখা:
দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্থাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ~দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাৎকার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ~নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ~শুনা, ~শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ~সাক্ষাৎ বি. পরস্পর সাক্ষাৎ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।
genitive of 2nd person intimate present imperative tense of দেখানো:
দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্থাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ~দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাৎকার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ~নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ~শুনা, ~শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ~সাক্ষাৎ বি. পরস্পর সাক্ষাৎ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।