কাঁচা definitions

Bangla-Tangla Dictionary
কাঁচা – unripe, raw, unfinished
Samsad Bengali-English Dictionary
কাঁচা [ kān̐cā ] a unripe, green (কাঁচা ফল); uncooked (কাঁচা মাংস); imperfectly boiled; raw (কাঁচা মাল); unburned (কাঁচা ইট); made of mud, not brick-built, cutcha (কাঁচা গাঁথনি); unmetalled (কাঁচা রাস্তা); tender, fresh, verdant (কাঁচা ঘাস); young (কাঁচা বয়স); immature (কাঁচা বুদ্ধি); unpractised (কাঁচা লেখা); faulty, defective, unskilful, unwise, bungling (কাঁচা কাজ); inexpert, unskilled (কাঁচা লোক); deficient, weak (অঙ্কে কাঁচা); uncertain, provisional, unreliable (কাঁচা রসিদ, কাঁচা কথা); primary, rough (কাঁচা খাতা); not fast, liable to fade or run (কাঁচা রং); pure, unadulterated (কাঁচা সোনা); black, not grey (কাঁচা চুল); untanned, raw (কাঁচা চামড়া); undried, unsunned, unseasoned (কাঁচা কাঠ); not according to or below the standard (কাঁচা ওজন); easy or cash (কাঁচা টাকা); not deep or sound, in the primary stage (কাঁচা ঘুম); that which has not yet been moved to the right place (কাঁচা ঘুঁটি). ~গোল্লা n. a soft drop or round sweetmeat made of posset. ~টে n. not thoroughly ripe or mature; rawish. ~নো v. to undo (all that has been done); to undo all progress; to unsettle a settled thing (design, plan, scheme, work etc.); to send back to the original stage. ~পাকা a. (of hair) partly black and partly grey, greying. ~মাথা a greehorn's head; (fig.) immature judgment or intellect. ~মাল raw material (for production of industrial goods); greengrocery (কাঁচামালের ব্যাপারী = greengrocer.) ~মিঠে a. sweet in the unripe state (কাঁচামিঠে আম).
Samsad Bangla Abhidhan
কাঁচা [ kān̐cā ] বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্থায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্থায় রয়েছে এমন (কাঁচা মাল)। ☐ ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ~গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ~নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্থায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ~মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ~মিঠে, ~মিঠা বিণ. কাঁচা অবস্থাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্থা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্থা, তরল সর্দি।

Processing time: 0.39 s