তো definitions

Bangla-Tangla Dictionary
তো
1. emphatic, expression of doubt
2. you [intimate] (usually used with an objective or genitive marker)
Samsad Bengali-English Dictionary
তো1 [ tō1 ] int (& adv.) expressing: question or inquiry (ভালো তো ?); request (একবার আসুন তো); worry or surprise (তাই তো); uncertainty (যাই তো-তারপর বোঝা যাবে); doubt (হয়তো); supposing, even if (তুমি তো দিলে); but (আমিতো খাব না); if, in case (বাঁচতে চাও তো); at least (আজ তো বাঁচি); sometimes inserted at random in a speech (আমি তো জানি না). তো2 [ tō2 ] n a fold (as of cloth). তো করা v. to fold. তো3 [ tō3 ] pro (nom.) you, thou ('তো বিনে উনমত কান'). ☐ pro. a your, thy (তো সেবা নাহি জানি). তোই pro. (accus. & dat.) you, thee 'কত পরবধব তোই' .
Samsad Bangla Abhidhan
2, তো [ ta2, tō ] অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবৎ]। তো1 [ tō1 ] বি. বস্ত্রাদির পাট বা ভাঁজ (কাপড় তো করে রাখা)। [ফা. তহ্]। তো2 [ tō2 ] দ্র 2 তো3, তোঁ [ tō3, tō ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তুমি; 2 তুই; 3 তোমা ('তো বিনে উনমত কান': বিদ্যা.); 4 তোর, তোমার ('তো সেবা নাহি জানি': চণ্ডী.)। [সং. তব]। ~ সর্ব. তোমাকে ('কত পরবধব তোই': বিদ্যা.)।

Processing time: 0.47 s