যোগ definitions

Bangla-Tangla Dictionary
যোগ – joining, linking, addition (math) (+ দেওয়া = to join)
Samsad Bengali-English Dictionary
যোগ [ yōga ] n a kind of beast having resemblance to the wolf and the dog, the tigerwolf; the wild dog, the hyena-dog. যোগ [ yōga ] n union; mixture, blending; relation; connection, association; contact; cooperation, concert (একযোগে); act of joining with; yoga (যোগে বসা); an expedient or means; a medium (ডাকযোগে); a vehicle or a route (বিমানযোগে, শূন্যযোগে); a path or method for spiritual attainments (ভক্তিযোগ); a time (রজনীযোগে); (astr. & astrol.) a conjunction of stars and planets (বিষ্কুম্ভযোগ); (astrol.) an auspicious time (বিবাহের যোগ); (astrol.) a probability of occurrence (মৃত্যুযোগ); a remedy, a medicine (মুষ্টিযোগ); food, repast (জলযোগ); facility or chance (লাভের যোগ); application or employment (মনোযোগ); (math.) addition; (math.) the plus sign. যোগ করা v. to unite; to mix, to blend; to practise yoga; to add. যোগ দেওয়া v. to unite; to associate with; to participate; to re port as for duty; to take up an employment, to join; to add. ~ক্রিয়া n. (alg.) componendo. ~ক্ষেম n. attainment or acquisition of unattained things and preservation of what is attained. ~দান n. participation, taking part; attending. যোগদান করা v. to be associated with; to side with, to join (with); to take part in, to participate; to report for duty; to take up an employment, to join. ~নিদ্রা n. self-absorbed trance of a divine per son (বিষ্ণুর যোগনিদ্রা); a yogic trance (যোগনিদ্রামগ্ন তপস্বী). ~ফল n. (arith.) result of addition, sum; (phys.) summation. ~বল n. spiritual power derived from yogic practice or meditation. ~বাহী a. uniting; connecting; acting as a medium; helping to maintain con tact; (chem.) catalytic. ~ব্যায়াম n. yoga; yogic exercise for physical and mental health. ~ভঙ্গ n. break or interruption of yogic meditation; a failing in yogic practice or meditation. ~ভ্রষ্ট a. interrupted or foiled in yogic practice or meditation; lured away or fallen from spiritual heights attained by means of yoga. ~মায়া n. (Hindu theol.) the all prevading illusory energy of godhead; Goddess Durga (দুর্গা). ~মার্গ n. the yo gic path of spiritual attainments or salvation. ~রূঢ় a. (gr.) formed by compounding two or more words and implying a special meaning (যোগরূঢ় শব্দ). ~শাস্ত্র n. the yogic scriptures; a book on yogic practice. ~সাজশ n. undesirable or unfair or criminal collaboration; a conspiracy. ~সাজশে adv. in collusion with. ~সাধন n. unification; mixture; blending; joining; practice of yoga. ~সাধনা n. practice of yoga. ~সিদ্ধ a. successful in acquiring spiritual attainments or salvation through yogic practice; attained through yogic practice. ~সিদ্ধি n. success in yogic practice; spiritual or other attainments or salvation obtained through yogic practice. ~সূত্র n. connexion; correlation.
Samsad Bangla Abhidhan
যোগ [ yōga ] বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্থা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথি নক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ~ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ~দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ~নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্থা, যোগরূপ নিদ্রা। ~ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ~বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ~বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ~ব্যায়াম বি. যৌগিক আসন। ~ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ~ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ~মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ~মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ~যুক্ত বিণ সমাধিযুক্ত। ~রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ~শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্থ। ~সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।~সাধন, ~সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ~সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ~সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন [ yōgāyōga, yōgārūṛha, yōgāsana, yōgāsīna ] দ্র যোগ

Processing time: 0.6 s