নেচে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of নাচা: নাচা – to dance
Samsad Bengali-English Dictionary
perfective participle of নাচা: নাচা [ nācā ] v to dance; to caper (ছাগল নাচে); (of eyes) to blink or twinkle; to leap in joy ('হৃদয় আমার নাচে রে'); to be moved or excited (পরের কথায় নাচা). নাচ নাচা to dance a dance; (arch.) to tread a measure. নাচতে এসে ঘোমটা (fig.) hypocritical or sham bashfulness, a harlot veils her face when she takes in customers. নাচতে না জানলে উঠোনের দোষ a bad work man quarrels with his tools.
Samsad Bangla Abhidhan
perfective participle of নাচা: নাচা [ nācā ] ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উৎফুল্ল হওয়া ('হৃদয় আমার নাচে রে আজিকে': রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। ~কোঁদা বি. (ব্যঙ্গে) 1 হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। ~নো ক্রি. 1 নাচ করানো; 2 স্পন্দিত করানো; 3 হর্ষোৎফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা কপট লজ্জা, বৃথা লজ্জা।

Processing time: 1.18 s