থানা definitions

Bangla-Tangla Dictionary
থানা – police station
Samsad Bengali-English Dictionary
থানা [ thānā ] n stationing or encamping (থানা দেওয়া); assemblage or encampment ('চারিভিতে কটকের থানা'); a station or out post (পুলিশের থানা); a police station (থানায় পুলিশ নেই). থানা দেওয়া v. to be stationed for attacking (রামলক্ষ্মণ সসৈন্য লঙ্কাপুরী বেষ্টন করে থানা দিলেন). ~দার n. an officer in charge of a police station or an outpost. থানা-পুলিশ করা v. to go repeatedly to the police station for obtaining police help.
Samsad Bangla Abhidhan
থানা [ thānā ] বি. 1 অবস্থানস্থল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা < সং. স্থান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ~দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।

Processing time: 0.36 s