সাধারণত definitions

Bangla-Tangla Dictionary
সাধারণত – ordinarily, normally
Samsad Bengali-English Dictionary
সাধারণ [ sādhāraṇa ] a ordinary, common, usual; banal, trite (সাধারণ লেখা); trifling, venial (সাধারণ অপরাধ); public (সাধারণ পাঠাগার); general (সাধারণ সভা); universal (সাধারণ মত); generic (বর্গের সাধারণ নাম); including all, at large (জনসাধারণ). ☐ n. the public, the people, the com monalty. fem. সাধারণী । সাধারণ কৃত্যক a. general service. সাধারণ ধর্ম a general property or characteristic. সাধারণ ভবিষ্যনিধি the general provident fund. সাধারণত adv. ordinarily, usually, commonly; generally. ~তন্ত্র n. a republic. সাধারণতন্ত্র দিবস n. the Republic Day. ~তন্ত্রবাদী, ~তন্ত্রী a. republican. ☐ n. a re publican. ~ভাবে adv. generally, in general terms. সাধারণ শিক্ষা n. general education. সাধারণ্য n. general properties or characteristics; the public; the people, the commonality.
Samsad Bangla Abhidhan
সাধারণ [ sādhāraṇa ] বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। ☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]। বিণ. স্ত্রী. সাধারণী। বি. ~ত্ব~, (বর্জি.) ~তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই। ~তন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্থা বা ওই ব্যবস্থাযুক্ত রাষ্ট্র, republic. ~ধর্ম বি. 1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য; 2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)। সাধারণ্য বি. 1 সাধারণের ধর্ম; 2 সাধারণের সমবায়; 3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)।

Processing time: 1.25 s