Off by 2 letters:
- definitions

Samsad Bengali-English Dictionary
সমাধি [ samādhi ] n self-absorbed spiritual meditation during which the meditator loses his or her entity and becomes one with the Supreme Being; a reverie, a trance; a self-absorbed meditation; burial, interment, a grave, a sepulchral monument, a tomb, a mausoleum (also সমাধিমন্দির); (fig.) end. ~ক্ষেত্র n. a burial ground, a cemetery; (loos.) a grave. ~ভঙ্গ করা v. to disturb or interrupt self absorbed meditation; to give up self absorbed meditation. ~মগ্ন a. drowned or absorbed in profound meditation; tranced. ~স্তম্ভ n. a tombstone. ~স্থ same as ~মগ্ন,- and buried. সমাধিস্থ করা v. to bury, to lay in the grave, to inter. ~স্থল, ~স্থান same as ~ক্ষেত্র ।
ঁ definitions

Samsad Bengali-English Dictionary
[ a ] int expressing: surprise, is it so?
Samsad Bangla Abhidhan
[ a ] অব্য. বিস্ময়, সাড়া ইত্যাদি জ্ঞাপক ধ্বনি।
অ definitions

Bangla-Tangla Dictionary
– prefix for negation, un-, non-, etc
Samsad Bengali-English Dictionary
1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক খ); the alphabet (অ আ শিখছে); A B C. 2 [ a2 ] pfx indicating: negation, contradiction, contrariety, absence, want, non-, un-, il-, im-, in, ir-, dis-, mis-, a-, an-, less; other than or inferior (অব্রাহ্মণ).
Samsad Bangla Abhidhan
1 [ a1 ] বাংলা বর্ণমালার আদ্য স্বর; প্রথম স্বরবর্ণ। 2 [ a2 ] অব্য. 1 সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); 2 বটে, তাই, হুঁ। 3 [ a3 ] অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্থানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্থানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। অন্ [ an ] দ্র 2
আ definitions

Bangla-Tangla Dictionary
[English] a
Samsad Bengali-English Dictionary
1 [ ā1 ] n the second vowel of the Bengali alphabet. 2 [ ā2 ] int expressing: surprise, bewilderment, delight, relief, regret, vexation, aversion, anxiety, suspense, fright, consternation; ah, oh. 3 [ ā3 ] pfx denoting: a little, slight (আকম্প); thorough (আক্ষিপ্ত); starting from (আজন্ম, আসমুদ্র); up to (আকন্ঠ, আমরণ); during the whole of, through out (আজীবন); including (আচণ্ডাল) contrary to (আগমন); implying negation up-, non-(আকাটা); perverted, vile (আকথা); bad, disagreeable, unsuitable, difficult, hard (আঘাট, আকাল) etc.
Samsad Bangla Abhidhan
1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ। 2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)। 3 [ ā3 ] অব্য. ঈষৎ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।
ই definitions

Bangla-Tangla Dictionary
– emphatic marker [suffix]
Samsad Bengali-English Dictionary
[ i ] n the third vowel of the Bengali alphabet. -ই [ -i ] sfx denoting: certainty (আমি যাবই), emphasis (অবশ্যই); only (তোমাকেই দেব), at all (যদি বৃষ্টি হয়ই).
Samsad Bangla Abhidhan
[ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ। -ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।
ঈ definitions

Samsad Bengali-English Dictionary
[ ī ] n the fourth vowel of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ ī ] বাংলা ভাষার চতুর্থ স্বরবর্ণ। ~কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ।
উ definitions

Samsad Bengali-English Dictionary
[ u ] n the fifth vowel of the Bengali alpha bet.
Samsad Bangla Abhidhan
[ u ] বাংলা ভাষার পঞ্চম স্বরবর্ণ এবং উর্ধ্ব পশ্চাৎ সংবৃত কণ্ঠ্য 'উ' ধ্বনির দ্যোতক বর্ণ।
ঊ definitions

Samsad Bengali-English Dictionary
[ ū ] n the sixth vowel of the Bengali alphabet. ঊকার n. the symbol affixed to a consonant whilst adding the -sound to it. ঊকারাদি a. (of words) beginning with or sound. ঊকারান্ত a. (of words) ending in or sound.
Samsad Bangla Abhidhan
[ ū ] বাংলা ভাষার ষষ্ঠ স্বরবর্ণ; বর্ণে ও বানানে থাকলেও উচ্চারণ দীর্ঘ হয় না। ঊ-কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে দীর্ঘ-ঊ যোগ।
ঋ definitions

Samsad Bengali-English Dictionary
[ ṛ ] n the seventh vowel of the Bengali alphabet. ঋকার n. the symbol affixed to a consonant whilst adding the -sound to it. ঋকারাদি a. (of words) beginning with ঋ or ঋ -sound. ঋকারান্ত a. (of words) ending in ঋ or ঋ -sound.
Samsad Bangla Abhidhan
1 [ ṛ1 ] বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো। 2 [ ṛ2 ] স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ।
এ definitions

Bangla-Tangla Dictionary
[pro] he, she, it, [adjective] this (nearby)
Samsad Bengali-English Dictionary
1 [ ē1 ] n the eighth vowel of the Bengali alphabet. 2 [ ē2 ] int expressing a vocative sound ('এ সখি হামারি দুখের নাহি ওর '). ☐ pro. this person or animal or thing, he, she, it. ☐ a. this. এরা [ ērā ] pl of
Samsad Bangla Abhidhan
1 [ ē1 ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ। 2 [ ē2 ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। ☐ সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। ☐ বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্থ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। 3 [ ē3 ] (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উৎপন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।
ঐ definitions

Bangla-Tangla Dictionary
– that
Samsad Bengali-English Dictionary
1 [ ai1 ] n the ninth vowel of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
1 [ ai1 ] বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ, আধুনিকমতে নবম স্বরবর্ণ, দ্বিস্বরধ্বনি ওই এর লিখিত রূপ।
ও definitions

Bangla-Tangla Dictionary

1. although done (when added as a suffix to a conditional verb, e.g., করলেও)
2. and
3. he, she, it, that (over there)
4. [interjection] oh
Samsad Bengali-English Dictionary
1 [ ō1 ] n the tenth vowel of the Bengali alphabet. 2 [ ō2 ] pro that or yonder person or creature or thing, a person or creature or thing in question, he, she, it. ☐ a. that immediately preceding, last (ও মাসে). ☐ adv. too, also, moreover (সে খাবেও); even (নামও শুনিনি). ☐ con. and. ☐ int. expressing; a call, recollection, amazement, pity etc.; holla, ho; ah, oh.
Samsad Bangla Abhidhan
1 [ ō1 ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ। 2 [ ō2 ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)। 3 [ ō3 ] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।
ঔ definitions

Samsad Bengali-English Dictionary
[ au ] n the fourteenth vowel of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ au ] বাংলা বর্ণমালার পুরনোমতে এয়োদশ এবং আধুনিকমতে একাদশ বর্ণ; দ্বিস্বরধ্বনি ওউ এর লিখিত রূপ। ~কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ঔ' অক্ষর বা ধ্বনির যোগ।
ক definitions

Bangla-Tangla Dictionary
– how many, a few [derivation: abbreviation of কয়]

2nd person intimate present imperative tense of কওয়া:
কওয়া – to speak

Samsad Bengali-English Dictionary
3 [ ka3 ] sfx added to না, নাই, নি etc. to make them sound sweet.
Samsad Bangla Abhidhan
1 [ ka1 ] বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ক্-ধ্বনির দ্যোতক বর্ণ। ক অক্ষর গোমাংস অক্ষরপরিচয়ও নেই এমন অবস্থা, আকাট মূর্খ। ক খ না জানা (আল.) কোনো বিষয়ের প্রাথমিক তথ্যও না জানা (আরে সে তো সংগীতের ক খ-ও জানে না). 2 [ ka2 ] ক্রি. (তুচ্ছার্থে) কহ, বল। [বাং. √ কহ্]। 3 [ ka3 ] বিণ. কয়, কত (ক-রকম, কখানি)। [বাং. কয়]। 4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)।
খ definitions

Samsad Bengali-English Dictionary
1 [ kha1 ] n the second consonant of the Bengali alphabet. 2 [ kha2 ] n the sky, the air (খগোল, খপোত).
Samsad Bangla Abhidhan
1 [ kha1 ] বাংলা ভাষার দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য খ্ ধ্বনির দ্যোতক বর্ণ। 2 [ kha2 ] বি. 1 আকাশ (খগ, খেচর, খদ্যোত); 2 (অপ্র.) সূর্য; 3 (অপ্র.) ইন্দ্রিয়। [সং. √ খদ্ + অ, অদ্ লোপ]।
গ definitions

Samsad Bengali-English Dictionary
1 [ ga1 ] n the third consonant of the Bengali alphabet. 2 [ ga2 ] sfx indicating; going; going towards (নিম্নগ).
Samsad Bangla Abhidhan
[ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্থান, নিকট নয় এমন দেশ বা স্থান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।~, ~গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ~গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ~ (-তস্), (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ~তা, ~ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ~দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ~দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ~দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ~দূরান্ত বি. বহু দূরবর্তী স্থান। ~দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত, দূরস্থ (দূরবর্তী দেশ)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী। ~বীক্ষণ, ~বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ~ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ~শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ~স্থ, ~স্থিত বিণ. দূরের, দূরবর্তী। ~হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।
ঘ definitions

Samsad Bengali-English Dictionary
[ gh ] n the fourth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ gh ] বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ।
ঙ definitions

Samsad Bengali-English Dictionary
[ ṅ ] n the fifth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ ṅ ] বাংলা ভাষার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠ্য নাসিক্য ধ্বনি ঙ্-র লিখিত রূপ। বর্তমানে ঙ এবং ং (অনুস্বার) উচ্চারণে অভিন্ন। বহুক্ষেত্রে ঙ-র পরিবর্তে ং লিখিত হয়।
চ definitions

Samsad Bengali-English Dictionary
[ c ] n the sixth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ c ] বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক।
ছ definitions

Bangla-Tangla Dictionary
[variant of ছয়]; 6, six
Samsad Bengali-English Dictionary
1 [ cha1 ] n the seventh consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
1 [ cha1 ] বাংলা ভাষার সপ্তম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ তালব্য ছ্ ধ্বনির লিখিত রূপ।

Processing time: 0.61 s