Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
দত্ত definitions
Bangla-Tangla Dictionary
দত্ত – Dutta [surname]
Samsad Bengali-English Dictionary
দত্ত [ datta ] a given; given away; awarded; conferred, bestowed; paid. দত্তাn. fem. of দত্ত । ☐ a. fem. given away in marriage; betrothed. দত্তক, দত্তক পুত্রn. an adopted son. দত্তহারী, দত্তাপহারক, দত্তাপহারীa. (committing the offence of) taking back what has been given away by oneself. দত্তাপহরণn. act of taking back what has been given by oneself; the of fence of doing this.
Samsad Bangla Abhidhan
দত্ত [ datta ] বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। ☐ বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। ~ক, দত্তক-পুত্র বি. পোষ্যপুত্র। ~হারী (-রিন্), দত্তাপ-হারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।