রক্ত definitions

Bangla-Tangla Dictionary
রক্ত – blood
Samsad Bengali-English Dictionary
রক্ত [ rakta ] n blood. ☐ a. blood-red, sanguine, red; dyed in red; (of eyes) bloodshot or reddened; inclined or attached (বিরক্ত, অনুরক্ত). রক্ত গরম থাকা v. to retain blood heat, to be still alive; (fig.) to be still young or in vigour. রক্ত জমাট করা v. to curdle one's blood, to make one's blood freeze. রক্ত জল করা v. (lit.) to liquefy one's blood; (fig.) to work hard to the impairment of one's health. রক্ত ঝরা v. to bleed. রক্ত দেওয়া v. to donate one's blood (as to a blood-bank or a sick per son); to transfuse blood (to the veins of a sick person); (fig.) to shed or spill one's own blood (দেশের জন্য রক্ত দেওয়া). রক্ত নেওয়া v. (med.) to draw one's blood for bacteriological examination. রক্ত পড়া v. to bleed. রক্ত বন্ধ করা v. to stop bleeding. রক্ত হওয়া v. to gain blood. রক্তের অক্ষরে লেখা (fig.) a. written in blood; containing the history of a great many losses of life or a massacre. ☐ v. (fig.) to shed one's own blood for. রক্তের দামে কেন a. blood-bought. রক্তের নেশা । same as রক্তপিপাসা । রক্তের সম্পর্ক, রক্তের সম্বন্ধ blood-relationship. রক্ত-আঁখি same as রক্তচক্ষু । ~কণিকা n. a blood corpuscle. লোহিত রক্তকণিকা a red (blood) corpuscle. শ্বেত রক্তকণিকা a white (blood) corpuscle. ~কন্দল n. the coral. ~কমল n. the red lotus. ~করবী n. the red oleander. ~কাঞ্চন n. the mountain ebony. ~কুমুদ n. the red lotus. ~ক্ষয় n. loss of blood; bloodshed; (fig.) great impairment of health and energy. ~ক্ষয়ী a. causing or involving loss of blood; causing or involving bloodshed, sanguinary; (fig.) causing great impairment of health and energy. ~ক্ষরণ n. blood-letting, surgical drawing off of some of a patient's blood. ~গঙ্গা n. a river of blood; a pool of blood caused by a heavy haemorrhage (মাথা কেটে রক্তগঙ্গা); a great massacre, blood-bath (দাঙ্গায় রক্তগঙ্গা). রক্ত-গরম a. easily irritable or angered, hot-blooded; hot headed, hot-brained. ~চক্ষু n. blood shot eye(s); an angry look. ☐ a. having reddish eyes; bloody-eyed. ~চন্দন n. the red sandalwood. ~চাপ n. blood pressure. ~চোষা a. blood-sucking. ☐ n. a deadly blood-sucking lizard; (fig.) an exorbitant extortioner; a bloodsucker, a vampire. ~চোষা বাদুড় the vampire-bat. ~জবা n. the red chinarose. ~জিহ্ব a. having a ruddy or bloodred tongue. ~তঞ্চন n. clotting or congealing of blood. ~দান n. donation of one's blood (as to a blood-bank or a sick person); blood-transfusion; (fig.) act of shed ding one's own blood, blood-sacrifice. ~দুষ্টি, ~দোষ n. blood-poisoning, pyaemia. ~নদী same as রক্তগঙ্গা । ~নয়ন same as রক্তচক্ষু । ~নিশান n. a red flag. রক্তপ a. blood-sucking. ~পদ্ম n. the red lotus. ~পাত n. bloodshed; haemorrhage. রক্তপাত করা v. to shed or spill blood. রক্তপাত হওয়া v. to bleed. ~পাতহীন a. bloodless; without blood shed. রক্ত পান করা v. to suck or drink (another's) blood; (fig.) to extort exorbitantly. ~পায়ী a. bloodsucking. রক্তপায়ী বাদুড় the vampire-bat. ~পিণ্ড n. a lump of clotted or congealed blood; (fig.) an embryo. ~পিত্ত n. (med.) haemorrhage from the liver. ~পিপাসা n. thirst for blood. ~পিপাসু a. bloodthirsty. ~প্রদর n. (med.) a kind of leucorrhoea causing haemorrhage. ~বৎ n. blood-like; blood-red. ~বমন n. blood-vomiting; (med.) haematemesis. রক্তবমন করা v. to vomit blood. ~বর্ণ a. blood-red; ruddy; crimson. ☐ n. blood-red-colour; crimson colour. ~বসন n. red-coloured or crimson-coloured cloth. ☐ a. wearing a red coloured or crimson-coloured cloth. fem. a. রক্তবসনা । রক্তবসনা নারী a woman in red or crimson. ~বাহ n. a blood-vessel; a vein. ~বাহী a. blood carrying. ~বিকার same as রক্তদুষ্টি । ~বিন্দু n. a drop of blood. ~বীজ n. (myth.) a demon each drop of whose blood, as soon as it fell to the ground, would instantly create a new demon equal to him; the pomegranate. রক্তবীজের ঝাড় (fig. & dero.) a family or collection which cannot be thoroughly exterminated. ~রৃদ্ধি n. increase of blood in the body. ~বেগুনি, ~বেগনি a. & n. violet, purple. ~ভাণ্ডার n. a blood-bank. ~মস্তু n. plasma; serum. ~মাংস n. flesh and blood composing one's body; flesh and blood. রক্তমাংসের শরীর the human body or the mortal frame (which is susceptible to pain). রক্তমাংসের সম্পর্ক blood-relationship. ~মোক্ষক a. blood-letting. ~মোক্ষণ n. blood-letting. রক্তমোক্ষণ করা v. to bleed (as a patient), to let another's blood. ~রঞ্জিত a. blood stained; dyed in red. ~রস n. plasma. ~রাগ n. a crimson glow or colour. ~রাগমণি n. the onyx. ~রেখা n. a streak of blood; a streak of crimson light or colour. ~লোচন same as রক্তচক্ষু । ~শূন্য same as রক্তহীন । ~শোধক a. purifying or rectifying blood. ~শোষক same as রক্তচোষা । রক্তশোষণ করা v. to suck another's blood; (fig.) to extort exorbitantly. ~সংবহন, ~সঞ্চলন, ~সঞ্চালন n. circulation of blood. ~সঞ্চার n. blood transfusion. ~স্নান n. (fig.) a great massacre, blood-bath. ~স্রাব n. haemorrhage. ~স্রোত n. a stream or flow of blood. ~হীন a. bloodless; anaemic; pale. ~হীনতা n. bloodless ness; anaemia; paleness. রক্তাক্ত a. smeared with blood; blood-stained (রক্তাক্ত বসন); bleeding (রক্তাক্ত দেহ); dyed or painted in crimson, crimson (রক্তাক্ত আকাশ). রক্ততিসার n. blood-dysentery; bacillary dysentery; the bloody flux. রক্তাধিক্য n. (med.) plethora. রক্তাভ a. having a crimson glow, crimson; ruddy. রক্তাভাব n. blood-starvation. রক্তাম্বর same as রক্তবসন । রক্তারক্তি n. pro fuse bloodshed; mutual bloodshed; profuse haemorrhage. রক্তাল্পতা n. anaemia. রক্তিম a. reddish; crimson, blood-red, ruddy; reddened; flushed (e. g. flushed cheeks). রক্তিমা n. redness; red or crimson glow; ruddiness or a flush. রক্তোৎপল n. the red lotus. রক্তোপল n. ochre, red chalk.
Samsad Bangla Abhidhan
রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্থ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। ☐ বিণ. 1 শোণিতবৎ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ~আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ~ বি. 1 রক্ত 2 লাল কাপড়। ~কমল বি. লালপদ্ম, কোকনদ। ~করবী বি. লাল রঙের করবীফুল। ~ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ~গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ~চক্ষু রক্তআঁখি -র অনুরূপ। ~চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ~জবা বি. লাল রঙের জবাফুল। ~জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। ☐ বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ~দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ~নিশান বি. লাল পতাকা। ~নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ~পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ~প, ~পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ~পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ~পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ~পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ~পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ~প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ~প্রবাল বি. লাল রঙের প্রবাল। ~বমন, ~বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ~বর্ণ বি. রক্তের মতো লাল রং। ☐ বিণ. ঘোর লাল রঙের। ~বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ~বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্থূল শরীর। ~মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ~রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ~শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাৎ করা। ~স্রোত বি. রক্তের প্রবাহ। ~হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ~হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। ☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্থা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোৎ-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি।

Processing time: 0.41 s