বন্ধ definitions

Bangla-Tangla Dictionary
বন্ধ – closed, strike (+ করা = to close)
Samsad Bengali-English Dictionary
বন্ধ [ bandha ] n any device for binding or fastening (কোমরবন্ধ) ; a tie, a bond, bondage (প্রেমবন্ধ) ; a clasp, an embrace (ভুজবন্ধ) ; an obstacle (স্রোতোবন্ধ) ; construction (সেতুবন্ধ) ; composition (ছন্ধবন্ধ) ; restraint or stoppage (ইন্দ্রিয়বন্ধ) . ☐ a. shut, closed (বন্ধ জানালা, বন্ধ অফিস) ; stopped, ceased, discontinued (কথাবার্তা বন্ধ) ; obstructed, confined, shut in (কারাগারে বন্ধ). বন্ধ করা v. to shut, to close; to stop, to cease, to discontinue; to obstruct; to confine, to shut in. গ্রীষ্মের বন্ধ the summar vacation. পূজার বন্ধ the Puja holidays, the Puja vacation.
Samsad Bangla Abhidhan
বন্ধ [ bandha ] বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। ☐ বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্থগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]।

Processing time: 1.24 s