কেমন definitions

Bangla-Tangla Dictionary
কেমন – how
Samsad Bengali-English Dictionary
কেমন [ kēmana ] adv how, of or in what sort or manner. ☐ a. of a sort (কেমন বোকের মতো); anxious, perturbed (মন কেমন করা); excellent, fine (কেমন মজা). কেমন করে how. কেমন-কেমন a. suspicious; (of health or mind) inexplicable; dubious; doubtful. কেমন-কেমন করা v. not to feel well or all right, to feel sick (শরীর কেমন-কেমন করা); to be in an alarming or dying condition (রোগী কেমন-কেমন করছে); to become anxious or perturbed (মন কেমন-কেমন করছে). কেমন কেমন ঠেকা v. to appear as suspicious or dubious or doubtful; to smell of some thing sinister. ~তরো a. peculiar; of what sort. কেমন যেন a. not appearing to be quite well; suspicious, dubious, doubtful; to some extent, somewhat. কেমনে (poet.) adv. how.
Samsad Bangla Abhidhan
কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। ☐ অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। ☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ~তর, ~তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্থাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্থ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)।

Processing time: 0.41 s