গতকাল definitions

Bangla-Tangla Dictionary
গতকাল – yesterday
Samsad Bengali-English Dictionary
গত [ gata ] a departed; finished; bygone, past; last (গত সোমবার); dead (তার পিতা গত হয়েছেন); obtained, held (হস্তগত); entered, lying (রন্ধ্রগত, মনোগত). গত হওয়া v. to go by, to depart; to be finished; to pass away; to die. গতস্য শোচনা নাস্তি let bygones be bygones, it's no use crying over past things, let the dead past bury its dead. ~কল্য, ~কাল n. & adv. yesterday. ~ক্লম a. refreshed. ~চেতন a. unconscious; fainted, swooned. ~জীব, ~জীবন a. dead. ~দিন, ~দিবস n. & adv. yesterday. ~নিদ্র a. sleepless; wakeful; awake. ~পরশু n. & adv. (the) day be fore yesterday. ~প্রাণ a. dead. ~প্রায় a. nearly gone. ~বৎসর n. & adv. (the) last year. ~ব্যথ a. relieved of pain. ~ভর্তৃকা a. fem. widowed. ~যৌবন a. past one's prime of life, past one's youth; middle aged; aged, old. fem. ~যৌবনা । ~রাত্রি adv. last night. ~শোক a. one who has conquered grief and sorrow. ~শোচনা n. grief for the past. ~সঙ্গ a. having no attachment to anything worldly. ~স্পৃহ a. disinterested; apathetic.
Samsad Bangla Abhidhan
গত [ gata ] বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্থিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ~কল্য, ~কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ~ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ~চেতন বিণ. চেতনাহীন। ~জীব, ~জীবন, ~প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ~নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ~প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ~ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ~যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ~যৌবনা। ~শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ~সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ~স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন।

Processing time: 0.39 s