ডেকে definitions

Bangla-Tangla Dictionary
objective of ডে: ডে – day [English]

perfective participle of ডাকা:
ডাকা – to call

Samsad Bengali-English Dictionary
locative of ডেক: ডেক1 [ ḍēka1 ] n a large metallic cooking utensil, a large dixie. locative of ডেক: ডেক2 [ ḍēka2 ] n a deck (of a ship or omnibus). perfective participle of ডাকা: ডাকা [ ḍākā ] v to call (পাখি ডাকে); to summon, to ask to come (দরবারে ডাকা); to invite (খেতে ডাকা); to address (নাম ধরে ডাকা); to pray to or invoke (ভগবানকে ডাকা); to offer a price at a sale, to bid (নিলাম ডাকা); to bid or call in card games; to roar or rumble (মেঘ ডাকে); to attract (পথ আমাকে ডাকে); to make undesirable or morbid noise (নাক ডাকা, পেট ডাকা); to apprehend (বিপদ ডাকা). ডেকে বলা v. to call one by name and then announce; to announce loudly.
Samsad Bangla Abhidhan
locative of ডেক: ডেক1 [ ḍēka1 ] বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ~চেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার। locative of ডেক: ডেক2, ডেগ [ ḍēka2, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি। [ফা. দেঘ্]। ~চি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ। [ফা. দেঘ্ + তুর. চি]। locative of ডেক: ডেগ [ ḍēga ] দ্র ডেক2 perfective participle of ডাকা: ডাকা [ ḍākā ] ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ~ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ~নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)।

Processing time: 0.45 s