কাছ definitions

Bangla-Tangla Dictionary
কাছ – vicinity, presence
Samsad Bengali-English Dictionary
কাছ [ kācha ] n proximity, nearness; vicinity, neighbourhood; approach, presence; reach. ~ছাড়া a. away from one; separated.
Samsad Bangla Abhidhan
কাছ [ kācha ] বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ < সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। কাছে [ kāchē ] দ্র কাছ

Processing time: 0.42 s