নেওয়া definitions

Bangla-Tangla Dictionary
নেওয়া – to take
Samsad Bengali-English Dictionary
নেওয়া [ nēōẏā ] v to take; to carry (ছাতা নিয়ে বেড়ানো); to bear; to place; to put; to wear; to assume; to follow (উপদেশ নেওয়া); to accept (নিমন্ত্রণ নেওয়া); to test (পড়া নেওয়া); to borrow (ধার নেওয়া); to inquire (খবর নেওয়া). ~নো v. to cause to take or carry or accept or follow; to cause to wear or test; to make one to carry or take or accept or follow.
Samsad Bangla Abhidhan
নেও [ nēō ] ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। ☐ অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]। নেওয়া [ nēōẏā ] ক্রি. গ্রহণ করা, লওয়া (নেয়, নিয়েছে)। ☐ বি. উক্ত অর্থে (এটা নেওয়া ভালো হল না)। [সং. √ নী + বাং. আ]। নেহ1 [ nēha1 ] ক্রি. (প্রা. বাং.) লও, নাও। [নেওয়া দ্র]।

Processing time: 1.28 s