তর্ক definitions

Bangla-Tangla Dictionary
তর্ক – debate
Samsad Bengali-English Dictionary
তর্ক [ tarka ] n a debate, an argument; reasoning; logic (তর্কশাস্ত্র); cause; discussion; consideration (মনে মনে তর্ক); dispute, controversy; altercation; doubt; assumption. তর্ক করা v. to debate; to argue; to reason; to discuss, to consider; to dispute; to altercate, to bandy words. ~কারী a. & n. one who debates or argues or reasons or considers or disputes or altercates or bandies words; one who chops logic. ~জাল n. array of arguments; (derog.) cobweb of argument. ~বিজ্ঞান, ~বিদ্যা, ~শাস্ত্র n. logic. ~বিতর্ক n. debate; altercation; arguments; bandying of words. ~যুদ্ধ n. war of words. ~যোগ্য a. arguable; debatable; controversial. ~সাধ্য a. arguable; disputable; debatable. তর্কাতর্কি same as তর্কবিতর্ক । তর্কাভাস n. sophistry; a sophism. তর্কের খাতিরে adv. for the sake of argument.
Samsad Bangla Abhidhan
তর্ক [ tarka ] বি. 1 বিতর্ক, বাদানুবাদ; 2 যুক্তি, বিচার; 3 ন্যায়শাস্ত্র (তর্কবিদ্যা); 4 হেতু; 5 অনুমান; 6 সন্দেহ। [সং. √ তর্ক্ + অ]। ~ বি. তার্কিক, যে তর্ক করে। ~জাল বি. কূটতর্কের ফাঁদ; বহু তর্ক। ~তীর্থ বি. 1 তর্ক বা ন্যায়শাস্ত্রের গুরু বা শিক্ষাদাতা; 2 নৈয়ায়িকের উপাধিবিশেষ। ~বিজ্ঞান, ~বিদ্যা, ~শাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic. ~বিতর্ক, তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি। তর্কিত বিণ. 1 আলোচিত, বিচারিত; 2 অনুমিত; 3 সম্ভাবিত। তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু। ☐ বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক।

Processing time: 0.41 s