বারে definitions

Bangla-Tangla Dictionary
locative of বার: বার
1. out, outside (+ করা = to take out, to bring out)
2. a time (as in "this time")
3. [variant of বারো]; 12, twelve
Samsad Bengali-English Dictionary
locative of বার: বার2 [ bāra2 ] n a royal court, a durbar; (of princes etc.) a sitting or presence in a court ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়'); an appearance before applicants or visitors or in public esp. in state (জমিদার বা গুরু আজ বার দেবেন). locative of বার: বার3 [ bāra3 ] n a day (রবিবার); a fixed or allotted day (হাটবার); a day of the week (আজ কী বার); an occasion, a time (দুবার); a turn (দেখি তোমার বারে কেমন খেলো).
Samsad Bangla Abhidhan
locative of বার: বার1 [ bāra1 ] বি. বাহির এর চলিত রূপ (দুনিয়ার বার, ঘরবার করা, বার হয়ে যাওয়া)। [বাং. বাহির]। locative of বার: বার2 [ bāra2 ] বি. 1 রাজসভা, দরবার ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়': ভা.চ.); 2 দরবারে দর্শনদান ('বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছিলেন': ব. চ.)। [ফা. দরবার]। locative of বার: বার3 [ bāra3 ] বি. ভার, বোঝা। [ফা. বার]। ~বর-দার বি. 1 মুটে, কুলি; 2 তল্পিবাহক। ~বর-দারি বি. 1 বারবরদারের কাজ বা বৃত্তি; 2 মোট বা তল্পি বহনের মজুরি বা খরচ। ☐ বিণ. মোটবহন বা তল্পিবহন সংক্রান্ত। locative of বার: বার4 [ bāra4 ] বি. 1 উকিলসমাজ; 2 কোনো আদালতের উকিলসমূহ (বার সমিতি)। [ইং. bar]। বার লাইব্রেরি বি. আইনজীবীদের ব্যবহার্য প্রধানত আইনবিষয়ক গ্রন্থের সংগ্রহ। ~সমিতি বি. উকিলদের সংস্থা। locative of বার: বার5 [ bāra5 ] বি. 1 দিন (হাটবার); 2 সপ্তাহের বিভিন্ন দিন (আজ সোমবার); 3 পুণ্যতিথি (বারব্রত); 4 দফা, খেপ (গতবার, এবার, প্রতিবার); 5 পালা, পর্যায় (একদিন সবারই বার আসবে); 6 সাধারণ (বারাঙ্গনা, বারনারী); 7 বাধাদান, নিবারণ। [সং. √ বৃ + অ]। ~ংবার, ~বার ক্রি-বিণ. পুনঃপুন ('অলি বারবার ফিরে আসে': রবীন্দ্র; বারংবার প্রশ্ন করা)। ~দিগর বি. (আদালতের ভাষায়) অন্যবার, দ্বিতীয়বার, পুনর্বার। ~ব্রত বি. পুণ্যতিথিতে নানান ব্রতানুষ্ঠান। locative of বার: বার7 [ bāra7 ] বি. নিবারণ, বারণ, নিষেধ। [সং. √ বৃ + ণিচ্ + ক্বিপ্]। locative of বার: বারংবার [ bārambāra ] দ্র বার5 locative of বার: বারবরদার, বারবরদারি [ bārabaradāra, bārabaradāri ] দ্র বার3 locative of বার: বারবার [ bārabāra ] দ্র বার5 locative of বার: বারব্রত [ bārabrata ] দ্র বার5 locative of বার: বারসমিতি [ bārasamiti ] দ্র বার4

Processing time: 0.38 s