বাধা definitions

Bangla-Tangla Dictionary
বাধা
1. to ensue
2. obstacle (+ দেওয়া = to prevent)

2nd person intimate present imperative tense of বাধানো:
বাধানো – to make happen

Samsad Bengali-English Dictionary
বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন । 2nd person intimate present imperative tense of বাধানো: বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন ।
Samsad Bangla Abhidhan
বাধা1 [ bādhā1 ] বি. চামড়ার ফিতে দিয়ে বাঁধা একরকম চটিজুতো বা খড়ম ('নন্দের বাধা')। [সং. বধ্রী]। বাধা2 [ bādhā2 ] বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ~দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ~নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ~প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ~বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ~বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। 2nd person intimate present imperative tense of বাধানো: বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

Processing time: 0.39 s