চমকে definitions

Bangla-Tangla Dictionary
locative of চমক: চমক – surprise (+ দেওয়া = to surprise)

perfective participle of চমকানো:
চমকানো – to be startled

Samsad Bengali-English Dictionary
locative of চমক: চমক [ camaka ] n flash (বিদ্যুতের চমক); amazement (চমক লাগা); alarm, fright; consciousness. চমক দেওয়া v. to flash; to strike with amazement. চমক ভাঙা v. to regain consciousness or come back to sense suddenly, to be suddenly freed from a rapt state of mind. চমক লাগা v. to be stricken with amazement; to be dazed. perfective participle of চমকানো: চমকানো [ camakānō ] v to flash; to startle, to give a jolt or cause to startle, or to be taken by surprise. চমকানি n. a flash or flashing; startle, a start or surprise or jolt.
Samsad Bangla Abhidhan
locative of চমক: চমক [ camaka ] বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমৎ]। ~, ~য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাৎ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাৎ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাৎ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা perfective participle of চমকানো: চমক [ camaka ] বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমৎ]। ~, ~য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাৎ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাৎ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাৎ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা

Processing time: 0.42 s