জঙ্গলে definitions

Bangla-Tangla Dictionary
locative of জঙ্গল: জঙ্গল – jungle
Samsad Bengali-English Dictionary
locative of জঙ্গল: জঙ্গল [ jaṅgala ] n a bush, a thicket, a jungle; a forest; wild plants and herbs, weed. জঙ্গলা, জংলা a. wild; bushy. জংলি, জঙ্গুলে a. wild; bushy; living in a jungle; uncivilized; rude; uncultured; unpolished; unrefined. জঙ্গলি লোক, জংলি লোক n. a woodman, a bushman; an ill-mannered or uncultured person.
Samsad Bangla Abhidhan
locative of জঙ্গল: জংলা, জংলি [ jaṃlā, jaṃli ] দ্র জঙ্গল locative of জঙ্গল: জঙ্গল [ jaṅgala ] বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত। locative of জঙ্গল: জঙ্গুলে [ jaṅgulē ] দ্র জঙ্গল locative of জঙ্গল: জঙ্গল [ jaṅgala ] বিণ. 1 জঙ্গলসম্বন্ধীয়; 2 বনপ্রায়, প্রায় বনের মতো (জাঙ্গল ভূমি); 3 জঙ্গলময়; 4 বন্য, অসভ্য (জাঙ্গল প্রকৃতি, জাঙ্গল স্বভাব)। ☐ বি. জল-বায়ু-রৌদ্রবিশিষ্ট ও কৃষিসম্পদে সমৃদ্ধ দেশবিশেষ (কুরু-জাঙ্গল)। [সং. জঙ্গল + অ]।

Processing time: 2.36 s