কখনো definitions

Bangla-Tangla Dictionary
কখনো [variant of কখনও]; anytime, ever (~ + ~ = sometimes)
Samsad Bengali-English Dictionary
কখন [ kakhana ] adv at what time; when; long ago (সে তো কখন চলে গেছে). কখনও, কখনো adv. at any time, ever; for any reason; in any condition; under any circumstances. কখনো কখনো , (coll.) কখনো সখনো adv. sometimes, now and then, now and again; at times. আর কখনো ever afterwards. আর কখনো না never afterwards.
Samsad Bangla Abhidhan
কখন [ kakhana ] অব্য. ক্রি-বিণ. 1 কোন সময়ে (কখন যাবে?); 2 বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]। কখনোই, কখনো অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্থাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে।

Processing time: 0.39 s