জন্যই definitions

Bangla-Tangla Dictionary
emphatic of জন্য: জন্য – because of, for
Samsad Bangla Abhidhan
emphatic of জন্য: জন্য, (কথ্য) জন্যে [ janya, (kathya) janyē ] অব্য. অনু. 1 কারণে, ফলে, বশত, দরুন (অসুস্থতার জন্য দুর্বলতা, সেইজন্য দুঃখকষ্ট); 2 নিমিত্ত, উদ্দেশ্যে, প্রয়োজনে (উপার্জনের জন্য বিদেশে যাওয়া, আমার জন্য চিন্তা করছে)। ☐ বিণ. উৎপাদ্য; উৎপাদক। [সং. √ জন্ + ণিচ্ + য]। ~জনক-সম্বন্ধ বি. যে উৎপাদন করে এবং যা উৎপন্ন হয় এই দুইয়ের সম্বন্ধ।

Processing time: 1.18 s