Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
যতসব definitions
Bangla-Tangla Dictionary
যতসব – completely [derivation: যত + সব]
Samsad Bangla Abhidhan
যত [ yata ] সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। ☐ বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ☐ ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ~কাল, ~ক্ষণ, ~দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবৎ, যে অবধি। ~কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ~খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ~গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ~টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ~বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ~সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)।