নিজেদের definitions

Bangla-Tangla Dictionary
plural objective/genitive of নিজে: নিজে – by oneself, oneself (with objective marker)

plural objective/genitive of নিজ:
নিজ – one's own

Samsad Bengali-English Dictionary
plural objective/genitive of নিজে: নিজে [ nijē ] refl. pro by one's ownself (নিজে করো = do it yourself). আমি নিজে myself or by myself. আমরা নিজেরা ourselves or by ourselves. তুমি নিজে yourself. তোমরা নিজেরা yourselves or by yourselves. সে নিজে (masc.) himself; (fem.) herself. তারা নিজেরা, এরা নিজেরা themselves or by themselves. নিজে নিজে by one's own self, on one's own, without others' help. নিজের a. own. নিজের পায়ে কুড়ুল মারা (fig.) to dig one's own grave, to work to bring about one's own down fall or ruin. plural objective/genitive of নিজ: নিজ [ nija ] a own (নিজ গৃহ). নিজ নিজ respective. নিজ গুণে adv. by virtue of one's own qualities or virtues. নিজ দোষে adv. by one's own fault. নিজ মূর্তি ধারন করা v. to assume one's real form or self.
Samsad Bangla Abhidhan
plural objective/genitive of নিজে: নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। ☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ~কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ~ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ~মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ~স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। plural objective/genitive of নিজে: নিজে [ nijē ] দ্র নিজ plural objective/genitive of নিজ: নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। ☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ~কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ~ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ~মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ~স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। plural objective/genitive of নিজ: নিজে [ nijē ] দ্র নিজ

Processing time: 0.42 s