দূর definitions

Bangla-Tangla Dictionary
দূর
1. distant, distance (+ করা = to banish, to drive out)
2. [interjection] expresses irritation, frustration
Samsad Bengali-English Dictionary
দূর [ dūra ] n distance; a distant place (আর কত দূরে নিয়ে যাবে). ☐ a. distant, far-off (দূর দেশ, দূর ভবিষ্যৎ); far-reaching esp. into the future (দূরদৃষ্টি); far-reaching; long, extensive (দূর পথ); expelled, re moved, driven away or out (কাঁটা দূর হওয়া). ☐ int. expressing: contempt, shame, vexation, distrust, disagreement etc., fie, hang it, ah. দূর করা v. to expel; to banish; to drive away or out; to remove; to dispel; to turn out; to eject; to relieve (ব্যথা দূর করা). দূর হওয়া v. to go away; to pass out of sight; to be removed; to be expelled. দূর হোক, দূর হোক ছাই int. hang it, chuck it, damn it. দূরে থাকা v. to keep a distance, to keep aloof. দূরের কথা an affair of distant future; not to speak of (টাকা দেওয়া দূরের কথা). দূরক n. (astr.) a radius vector. দূরক ক্ষেত্র (astr.) a sectional area. দূরগ, দূরগামী a. far-going, long-distance (দূরগামী ট্রেন); (fig.) far-reaching; long, extensive (দূরগামী পথ) fem. দূরগা, দূরগামিনী । দূর ছাই করা v. to slight; to treat contemptuously. দূরত adv. from a distance; from a remote place. দূরতম a. remotest; longest (দূরতম পথ). দূরতা, দূরত্ব n. (amount of) distance; (amount of) length; (amount of) difference. দূরত্ব রক্ষা করা to keep one's distance. ~দর্শন n. act of seeing from a distance or act of seeing distant things; foresight; farsight; act of seeing into the future; prudence; (sc.) television. ~দর্শী a. far seeing; farsighted; foresighted; seeing into the future; prudent. fem. ~দর্শিনী । ~দর্শিতা n. farsightedness; foresighted ness; foresight; ability to see into the future; prudence. দূর-দূর int. fie; hang it. দূর-দুর করা v. to treat contemptuously (like a cur). ~দূরান্তর n. very distant or remote places. ~পাল্লা a. a long distance. দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র a long-range missile. ~প্রসারী a. far-extending; far reaching; very long. ~বর্তী a. lying or staying at a distance; far-off, distant, remote; (fig.) separated by a large mar gin or differing to a great extent. fem. ~বর্তিনী । ~বর্তিতা n. state of lying or staying at a distance; remoteness; (fig.) separation by a large margin or great difference. ~বীক্ষণ, ~বিন n. a telescope. ~ব্যাপী a. far-extending; far-reaching. ~ভাষ n. a telephone. ~স্থ, ~স্থিত a. situated or located or lying or staying at a distance; distant, remote. দূরে adv. at or to a distance.
Samsad Bangla Abhidhan
দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্থান, নিকট নয় এমন দেশ বা স্থান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।~, ~গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ~গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ~ (-তস্), (বর্জি.) ~তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ~তা, ~ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ~দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ~দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ~দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ~দূরান্ত বি. বহু দূরবর্তী স্থান। ~দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ~বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্থিত, দূরস্থ (দূরবর্তী দেশ)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী। ~বীক্ষণ, ~বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ~ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ~শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ~স্থ, ~স্থিত বিণ. দূরের, দূরবর্তী। ~হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।

Processing time: 0.6 s