উপস্থিত definitions

Bangla-Tangla Dictionary
উপস্থিত – present (in attendance)
Samsad Bengali-English Dictionary
উপস্থিত [ upashita ] a arrived or assembled in the place in question; present; now existing, current; impending. উপস্থিত করা v. to bring in, to usher; to propose or introduce. উপস্থিত থাকা v. to be present; to exist, to be current. উপস্থিত হওয়া v. to put in or make an appearance, to appear, to come, to arrive; to assemble; to be present; to be current. ~বক্তা n. one who can deliver an extempore speech, an extemporizer. ~বুদ্ধি n. presence of mind, ready wit. ☐ a. ready witted. উপস্থিতি n. arrival; assemblage; presence; attendance; existence at present, currency. উপস্থিতি-নিবন্ধ n. an attendance register.
Samsad Bangla Abhidhan
উপ-স্থিত [ upa-shita ] বিণ. 1 আগত, সমাগত, হাজির (উপস্থিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); 2 বর্তমান (উপস্থিত কাল); 3 আসন্ন (উপস্থিত বিপদ); 4 বিদ্যমান (উপস্থিত থাকা)। [সং. উপ + √ স্থা + ত]। ~বক্তা (-ক্তৃ) বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। ~বুদ্ধি বি. প্রত্যুৎপন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। ~মতো বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্থিতমতো ব্যবস্থা করা যাবে)। উপ-স্থিত বি. 1 সমাগম; হাজিরা; 2 বিদ্যমানতা।

Processing time: 0.45 s