সাফ definitions

Bangla-Tangla Dictionary
সাফ – clear, clearly (+ করা = to clear)
Samsad Bengali-English Dictionary
সাফ [ sāpha ] a cleansed; clean, clear; clear-cut, unequivocal; obvious, thorough; downright (সাফ মিথ্যা); perfect or trace less (সাফ খুন); empty or emptied (পকেট সাফ); freed of obstruction (পালাবার রাস্তা সাফ); completely destroyed or all dead (বংশ সাফ). ☐ adv. completely, thoroughly (সাফ উধাও). সাফ করা v. to cleanse; (facet.) to empty. পকেট সাফ করা (facet.) to pick one's pocket. সাফ কথা clear-cut words; final words. সাফ কবালা a deed of outright sale; a deed of conveyance. সাফ জবাব a straight answer; a sharp retort; (esp. in law) a complete denial.
Samsad Bangla Abhidhan
সাফ [ sāpha ] বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। ~সুতরো, ~শুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা-সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো। সাফসুতরো [ sāphasutarō ] দ্র সাফ সাফাই [ sāphāi ] দ্র সাফ

Processing time: 0.39 s