গৃহবধূ definitions

Bangla-Tangla Dictionary
গৃহবধূ – housewife
Samsad Bangla Abhidhan
গৃহ [ gṛha ] বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্থান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ~কপোত বি. পোষা পায়রা, পারাবত। ~কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ~কর্ত্রী। ~কর্ম, ~কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্থালি। ~কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ~গোধিকা বি. টিকটিকি। ~চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ~চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ~জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ~ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ~দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ~দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ~ধর্ম বি. গার্থস্থ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ~নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ~পতি বি. গৃহস্বামী। ~পালিত বিণ. ঘরে অর্থাৎ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ~প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ~প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ~বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ~বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ~বলি-ভুক (-ভুজ্) পায়রা। ~বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ~বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্থ, সংসারী (লোক)। ~বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ~বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ~ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ~ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ~মণি বি. প্রদীপ। ~মৃগ বি. কুকুর। ~মেধী বি. বিণ. গৃহস্থ; কৃতদার, যে বিবাহ করেছে। ~মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ~যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ~লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ~শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ~শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ~শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ~সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ~স্থ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্থার লোক। ☐ বিণ. গৃহে স্থিত। ~স্থালি, ~স্থালী বি. ঘরকন্নার কাজকর্ম। ~স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ~স্বামিনী। ~হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন।

Processing time: 0.45 s