মেয়ে definitions

Bangla-Tangla Dictionary
মেয়ে – girl
Samsad Bengali-English Dictionary
থুবড়া1 [ thubaṛā1 ] a unmarried though advanced in years. fem. থুবড়ি । থুবড়া লোক an old bachelor. থুবড়ি (or থুবড়া) মেয়ে an old maid or spinster. মেয়ে [ mēẏē ] n a daughter; a little girl, a girl; a woman. ☐ a. female, she (মেয়েবিড়াল); effeminate. ~ছেলে (usu. considered ind.) n. same as মেয়েমানুষ । ~-মর্দ (coll.) ~-মদ্দ n. pl. men and women; husband and wife. ~মর্দানি n. a termagant, an Amazon; (cp.) a tomboy. ~মানুষ n. a woman; womankind. ~মুখো a. (of men) effeminate or timid in speech (and also in activity). মেয়েলি a. of women, feminine, womanly; effeminate, womanish (মেয়েলি ভাব). ~লোক n. a woman. locative of মেয়: -মেয় [ -mēẏa ] a measurable, mensurable, count able, estimable (অমেয়, পরিমেয়); conjecturable; cognizable.
Samsad Bangla Abhidhan
মেয়ে [ mēẏē ] বি. 1 কন্যা, দুহিতা (তার দুই ছেলে এক মেয়ে); 2 বালিকা (ছেলেমেয়েরা খেলা করছে); 3 নারী, স্ত্রীলোক (মেয়েপুরুষের ভিড়)। ☐ বিণ. স্ত্রীজাতীয় (মেয়েবিড়াল)। [> প্রা. বাং মাইয়া > সং. মাতৃকা]। ~ছেলে, ~মানুষ বি. স্ত্রীলোক, নারী। মেয়ে দেখা বি. ক্রি. বিবাহের সম্বন্ধ স্থির হওয়ার আগে পাত্রপক্ষ কর্তৃক ভাবী কনেকে যাচাই করা। ~লি বিণ. নারীসুলভ, কেবল মেয়েদের পক্ষেই স্বাভাবিত এমন (মেয়েলি ছড়া, মেয়েলি স্বভাব)। ~লি. পনা বি. নারীসুলভ আচরণ বা হাবভাব। locative of মেয়: মেয় [ mēẏa ] বিণ. পরিমাণ অনুমান বা জ্ঞানের যোগ্য (মুষ্টিমেয় লোক, অমেয় প্রেম)। [সং. √ মা + য]।

Processing time: 1.69 s