বেশ definitions

Bangla-Tangla Dictionary
বেশ [adjective] quite, excellent, [interjection] fine (+ করা = to do right)
Samsad Bengali-English Dictionary
বেশ1 [ bēśa1 ] a excellent, fine, nice (বেশ ছেলে); too much, thorough (বেশ ভিজে); large in amount, measure or degree (বেশ টাকা, বেশ খাটুনি, বেশ ভার); well-to-do (বেশ অবস্থা). ☐ adv. excellently, nicely (বেশ নাচে); too much, thoroughly (বেশ ভিজেছে); to or in a large amount, measure or degree (বেশ খেতে পারে); very (বেশ ভালো). ☐ int. all right, good. বেশ কম considerably less. বেশ2 [ bēśa2 ] n a dress, a garment; a garb, a guise. বীরের বেশে dressed like a hero, in the guise of a hero. ~কার n. one who helps another in dressing and toilet, a dresser; one who decorates an idol, a decorator. বেশধারণ করা v. to dress, to put on an appearance or a guise. ~ধারী a. dressed or guised (as). fem. বেশধারিণী । ~বিন্যাস n. dressing (esp. meticulously or carefully); dressing and makeup. ~ভূষা n. clothing and ornaments; dressing and toilet. ~ভূষাপরায়ণ a. fond of fine dress, ornaments and toilet; dandified. fem. ~ভূষাপরায়ণা । বেশী2 [ bēśī2 ] a (used as a sfx.) same as বেশঘারী (see বেশ2). fem. বেশিনী ।
Samsad Bangla Abhidhan
বেশ1 [ bēśa1 ] বিণ. 1 উত্তম, চমৎকার (বেশ ছেলে); 2 যথেষ্ট, সংখ্যায় বা পরিমাণে অধিক (বেশকিছু টাকা, বেশ খানিকটা তেল, বেশ কিছুদিন আগে)। ☐ ক্রি-বিণ. 1 ভালোভাবে, উত্তমরূপে (বেশ করে বুঝিয়ে দেওয়া, বেশ করে কান মলে দাও); 2 বিলক্ষণ (সে বেশ খেতে পারে, সে আজকাল বেশ কামাচ্ছে)। ☐ অব্য. অনুমোদনসূচক (বেশ, তবে তাই হোক)। [ফা. বেশ্]। বেশ2 [ bēśa2 ] বি. সজ্জা, পোশাক। [সং. √ বিশ্ + অ]। ~ধারী ( রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)। ~বাস, ~ভূষা বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)। ~বিন্যাস বি. সাজসজ্জাকরণ। ~বেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)। স্ত্রী. -বেশিনী বেশবাস, বেশবিন্যাস, বেশভূষা [ bēśabāsa, bēśabinyāsa, bēśabhūṣā ] দ্র বেশ2 বেশিনী [ bēśinī ] দ্র বেশ2 বেশী1 [ bēśī1 ] (-শিন্) দ্র বেশ2

Processing time: 1.24 s