চড় definitions

Bangla-Tangla Dictionary
চড় – slap

2nd person ordinary present simple tense of চড়া:
চড়া
1. to rise, to climb, to mount, to ride on
2. harsh (eg, আলো)

Samsad Bengali-English Dictionary
চড় [ caṛa ] n a blow with the open palm of the hand, a cuff, a slap, a buffet. চড় খাওয়া v. to be cuffed or slapped or buffeted. চড় দেওয়া, চড় মারা v. to cuff, to slap, to buffet. 2nd person ordinary present simple tense of চড়া: চড়া3 [ caṛā3 ] v to climb (up), to ascend, to mount, to ride; to increase, to go up (দাম চড়া); to become louder (সুর চড়ছে); to become stronger (রোদ চড়া); to attack (শত্রুর উপরে চড়া); (of cooking utensils) to be placed on the oven (হাঁড়ি চড়া).
Samsad Bangla Abhidhan
চড় [ caṛa ] বি. হাতের তালু দিয়ে আঘাত, চপেটাঘাত, চাপড়, থাপ্পড় (প্রাকৃ. চঅড-তু. সং. চপেট]। ~চাপড় বি. চড় এবং ওইজাতীয় মার (দু-চারটে চড়চাপড় মেরে ছেড়ে দেওয়া হল)। 2nd person ordinary present simple tense of চড়া: চড়া3 [ caṛā3 ] ক্রি. 1 আরোহণ করা, উপরে ওঠা (গাছে চড়া); 2 বৃদ্ধি পাওয়া (দাম চড়ে গেছে); 3 আক্রমণ করা, চড়াও হওয়া (বিপক্ষের উপর চড়া)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ + বাং. আ-তু. হি. চঢ়না]। 2nd person ordinary present simple tense of চড়া: চড়া4 [ caṛā4 ] ক্রি. চড় মারা (ছেলেটাকে অমনভাবে চড়াচ্ছ কেন?)।[বাং. চড় + আ]। 2nd person ordinary present simple tense of চড়া: চড়ানো1 [ caṛānō1 ] বি. ক্রি. 1 আরোহণ করানো (ঘোড়ায় চড়ানো) 2 বাড়ানো, উচ্চতর করা (দাম চড়িয়েছে, সুর চড়ানো হয়েছে); 3 পরানো, লাগানো (ধনুকে ছিলা চড়ানো, রং চড়ানো, গায়ে জামা চড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [চড়া3 দ্র]। 2nd person ordinary present simple tense of চড়া: চড়ানো2 [ caṛānō2 ] বি. ক্রি. চড় মারা, চপেটাঘাত করা (গালে চড়ানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [চড়া4 দ্র]।

Processing time: 2.52 s