মেনে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of মানা: মানা – to honor, to obey, to acknowledge
Samsad Bengali-English Dictionary
perfective participle of মানা: মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
মেনে [ mēnē ] (অপ্র.) তথাপি, তবু, কিন্তু প্রভৃতি অর্থসূচক কথার মাত্রাবিশেষ ('যদি গৌর না হইত কি মেনে হইত': বা ঘো.)। [> সং. মন্যে = মনে হয়]। perfective participle of মানা: মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। perfective participle of মানা: মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।

Processing time: 0.44 s