যেমন definitions

Bangla-Tangla Dictionary
যেমন – for example, as soon as
Samsad Bengali-English Dictionary
যেমন [ yēmana ] a & con. as like; for instance, for example. ☐ adv. & con. as much or as like, as; just as, as soon as. ☐ int. ex pressing mild surprise or contradiction or contempt (তুমিও যেমন). যেমনই a. & con. as, like. □ adv. & con. same as যেমন (adv. & con.) যেমন-তেমন a. of any sort or kind; trifling, of a sort. যেমন তেমন করে adv. in a haphazard manner, in a random or slipshod or designless fashion. যেমনি var. of যেমনই । যেমন কর্ম তেমন ফল as one has brewed, so one will drink; as you sow, so you reap; rightly served. যেরূপ [ yērūpa ] a. con & int. same as যেমন (a. con. & int.). □ adv. & con. as much or as like, as.
Samsad Bangla Abhidhan
যেমন [ yēmana ] বিণ. 1 যেরূপ, যেমন (যেমন কুকুর তেমনি মুগুর); 2 যথা, উদাহরণস্বরূপ (জলবেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে, যেমন শ্রীলঙ্কা)। ☐ ক্রি-বিণ. যেইমাত্র (যেমন বলা অমনি বৃষ্টি শুরু হয়ে গেল)। ☐ অব্য. বিস্ময়সূচক (তুমিও যেমন)। [বাং. যে + মন (সাদৃশ্যার্থে)]। ~ বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)। যেমন-তেমন বিণ. 1 যে-কোনো রকম (যেমন-তেমন করে লেখাটা শেষ কোরো); 2 সামান্যরকম, সাধারণ (যেমন-তেমন লোক নয়)। যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)।

Processing time: 0.4 s