শিকার definitions

Bangla-Tangla Dictionary
শিকার – hunting, prey (+ করা = to hunt)
Samsad Bengali-English Dictionary
শিকার [ śikāra ] n hunting, venery; a hunted beast or bird, a prey; game. শিকার করা v. to hunt. শিকারে যাওয়া v. to go out hunting. শিকারি n. a hunter, a huntsman, a venerer. ☐ a. hunting. শিকারি কুকুর a hunting dog. শিকারি পশু বা পাখি a beast or bird of prey. পাখিশিকারি n. a fowler.
Samsad Bangla Abhidhan
শিকার [ śikāra ] বি. 1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া; 2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না); 3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)। [ফা. শিকার্]। শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে। genitive of শিকা: শিকা, (কথ্য) শিকে [ śikā, (kathya) śikē ] বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্থগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)।

Processing time: 1.26 s