কাজটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of কাজ: কাজ – work (+ করা = to work)(~-এ লাগা to find something useful )(+ দেওয়া = to put to work)
Samsad Bengali-English Dictionary
definitive of কাজ: কাজ [ kāja ] n work, action; a deed, an act; a job, an employment, a service (কাজ থেকে বরখাস্ত); occupation, profession, trade; duty, task (রাজার কাজ প্রজাপালন); practice, habit (আড্ডা দেওয়াই তার কাজ); need, necessity, use (কথায় কাজ কী); motive, business (কী কাজে এসেছ); out come, result, good result, success (ওষুধে কাজ হয়েছে); artistry (ছবিতে রঙের কাজ). কাজ আদায় করা v. to see that one works properly, to make one work properly; to get a work or task done; to wheedle a thing out of another, to wangle (by persuasion, trickery etc.). কাজও নেই কামাইও নেই always busy with nothing, ever busy with nothing; ever busy with trifles or with useless work; fussy. কাজ করা v. to work; to serve; to be effective. কাজ চলা, কাজ চলে যাওয়া v. & n. to be worth working, to be work able; to do (এতে তোমার কাজ চলবে ? ? will it do?). কাজ দেওয়া v. to give employment; to entrust with a work or job, to allocate or allot duties to; to be effective (ওষুধটায় কাজ দিয়েছে); to give service (ঘড়িটা ভাল কাজ দিচ্ছে). কাজ দেখা v. to examine a work done; to supervise a work; to look for an employment or job; (coll.) to be effective (এতে কাজ দেখবে). কাজ দেখানো v. to try to dis play ostentatiously that one is busy, to be fussily active; to show off; to prove one's worth through work. কাজ বাগানো v. to manage to achieve one's end, to manage to obtain. কাজ বাঁচানো v. to see that one does not lose one's job. কাজ বাজানো v. (usu. dero.—by an insincere worker) to be on duty neglectfully. কাজ হাসিল করা v. to have one's object fulfilled; to have one's object achieved. কাজের কথা useful talk; the main point of a talk; talk about work. কাজের কাজি the right man for a work. কাজের জিনিস useful or valuable thing. কাজের বার use less, out of order; worthless; disabled. কাজের বেলায় কাজি কাজ ফুরোলে পাজি (fig.) ingratitude is the law of the world. কাজের লোক n. an employee; a servant, an active or useful or competent per son.
Samsad Bangla Abhidhan
definitive of কাজ: কাজ [ kāja ] বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য > প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ~কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ~পাগল, ~পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত।

Processing time: 1.24 s