দেখব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of দেখা: দেখা – to see, to look
Samsad Bengali-English Dictionary
1st person future tense of দেখা: দেখা [ dēkhā ] v to see, to behold, to view, to notice, to espy; to look (at); to visit (চিড়িয়াখানা দেখতে যাব); to experience directly (দেখে শেখা); to judge or consider (অবস্থা দেখা); to examine (পরীক্ষার খাতা দেখা); to observe (যুদ্ধের গতি দেখা); to inspect (অডিটর হিসাব দেখবেন); to feel (নাড়ি দেখা); to attend on or nurse (অসুস্থ লোকটিকে দেখা); to attend to, to look after (জমিজমা দেখা); to treat (এ রোগীকে কোন ডাক্তার দেখছে); to witness (থিয়েটার দেখা, খেলা দেখা); to search (চাকরি দেখা); to come across, to meet (পথে একটা পাগল দেখলাম); to read through (বইয়ের শেষ পাতা দেখো); to think (ছেলেটা বকে গেছে দেখছি); to endeavour, to try (আর দেখে লাভ কি-এ রোগী বাঁচবে না); to think over (ভেবে দেখা); to take to or follow (নিজের পথ দেখো); to wait (আর খানিকক্ষণ দেখি হয়তো সে আসবে). ☐ a. seen, beheld, viewed, noticed, espied; visited; experienced; examined; inspected; read. দেখতে কুৎসিত ugly to look at, ugly-looking. দেখতে ভাল, দেখতে সুন্দর good or beautiful to look at, good-looking; beautiful, handsome. দেখতে-দেখতে adv. very soon; within a short while; in an instant; gradually. দেখা করা v. to call on, to see. দেখা যাক let me or let us try; let us wait. দেখাদেখি n. mutual seeing or meeting ord visits (তাদের দেখাদেখি নেই, মুখ দেখাদেখি); an act of copying from another's paper by adoption of unfair means (as by ex aminees). ☐ adv. in imitation of (বাপের দেখাদেখি ছেলেও মদ ধরল). দেখানো v. to cause to see; to show; to point out; to demonstrate; to exhibit; to display; to cause to experience directly (মজা দেখানো); to cause to examine or inspect; to cause to feel; to cause to treat; to take (to) for enjoyment; to bear the expenses of (থিয়েটার দেখানো). দেখানিয়া, দেখানে a. (chiefly used as a sfx.) ostentatiously formal; showy, ostentatious; pretended, affected. ~শোনা, ~শুনা n. act of looking after; attendance; supervision; direct experience (এ জীবনে অনেক দেখাশুনা হল); examination or inspection (অনেক দেখা-শোনার পর সে মালটা কিনল); a visit esp. for examination or negotiation (পাত্রপক্ষ দেখাশোনা করে গেছে); meeting (দুজনে দেখাশোনা নেই). দেখাশোনা করা v. to look after; to attend to or on; to super vise; to examine or inspect; to visit esp. for examination or negotiation; to meet or visit mutually. ~সাক্ষাৎ n. meeting or visits; continuous or repeated visits; a visit for negotiation of a marriage. দেখে শুনে adv. from what one has seen or experienced. দেখে শেখা v. to learn from experience; to learn from example; to learn in imitation of.
Samsad Bangla Abhidhan
1st person future tense of দেখা: দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]। 1st person future tense of দেখা: দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্থাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ~দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাৎকার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ~নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ~শুনা, ~শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ~সাক্ষাৎ বি. পরস্পর সাক্ষাৎ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখদেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।

Processing time: 0.4 s