এটাও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of definitive of এ: [pro] he, she, it, [adjective] this (nearby)
Samsad Bengali-English Dictionary
conjunctive of এটা: এটা [ ēṭā ] pro (dero.) this thing or creature or person, it, this. conjunctive of definitive of এ: 1 [ ē1 ] n the eighth vowel of the Bengali alphabet. conjunctive of definitive of এ: 2 [ ē2 ] int expressing a vocative sound ('এ সখি হামারি দুখের নাহি ওর '). ☐ pro. this person or animal or thing, he, she, it. ☐ a. this. conjunctive of definitive of এ: এরা [ ērā ] pl of
Samsad Bangla Abhidhan
conjunctive of এটা: এটা [ ēṭā ] সর্ব. (তুচ্ছার্থে) এই বস্তু জন্তু বা ব্যক্তি। [বাং. এ + টা]। conjunctive of definitive of এ: 1 [ ē1 ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ। conjunctive of definitive of এ: 2 [ ē2 ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। ☐ সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। ☐ বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্থ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। conjunctive of definitive of এ: 3 [ ē3 ] (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উৎপন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।

Processing time: 0.41 s