হাজার definitions

Bangla-Tangla Dictionary
হাজার – thousand (+ হলেও = after all)
Samsad Bengali-English Dictionary
হাজার [ hājāra ] n & a thousand. হাজার হাজার, হাজারে হাজারে thousands of; countless; in countless number; in thousands. হাজারে একটা one in a thousand. হাজার বললেও even if repeated a thousand times or times without number. হাজারি n. a commander of a troop of thousand soldiers. genitive of হাজা: হাজা [ hājā ] v to rot or be spoilt by being drenched in water (esp. in rain-water) for a long time (ধান হাজা); to be affected with chilblain (পা হাজা). ☐ n. excessive rainfall or flood (হাজাশুখা); sore caused by excessive use of water, chilblain. ~মজা a. (of a pond) shallow and miry.
Samsad Bangla Abhidhan
হাজার [ hājāra ] বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। [ফা. হজার্]। হাজার হাজার, হাজারে হাজারে বিণ. বহুসহস্র, অসংখ্য, অগণিত। হাজারি বি. সহস্র সৈন্যের নায়ক; সহস্র গ্রামের মণ্ডল। হাজারো বিণ. বহু অনেক (হাজারো দাবি)। genitive of হাজা: হাজা [ hājā ] ক্রি. 1 জলে ভিজে নষ্ট হওয়া; 2 জলকাদায় পচা বা ক্ষত হওয়া। ☐ বি. 1 জলে ভিজে পচন; 2 অতিবৃষ্টি বা জলপ্লাবনাদির ফলে শস্যের পচন (হাজাশুখা); 3 মাত্রাতিরিক্ত জল ঘাঁটবার ফলে হাত-পায়ের আঙুলের ক্ষতরোগবিশেষ। ☐ বিণ. 1 হেজে গিয়েছে এমন; 2 পাঁকে ঢাকা পড়েছে বা বুজে গিয়েছে এমন (হাজামজা পুকুর)। [দেশি]। ~মজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন। genitive of হাজা: হাজা-মজা [ hājā-majā ] দ্র হাজা

Processing time: 0.44 s