Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
যথা definitions
Bangla-Tangla Dictionary
যথা – namely
Samsad Bengali-English Dictionary
যথা [ yathā ] adv as; as for instance, as for ex ample, namely; as much; to the utmost degree, amount or number; in accordance with; where or in which. ☐ a. proper, fitting, right. ~কর্তব্যadv. & a. in accordance with one's duty; as one's duty demands or warrants. ~কালেadv. at the proper or right or suitable or due time; in time; in good time, betimes; seasonably; in due course. ~ক্রমেadv. in regular or due order or succession; respectively. ~তথa. accurate; actual; true; real. ~তথা same as যত্রতত্র (see যত্র). ~দিষ্টa. complying with or obedient to the order. ~নিয়মেadv. in accordance with the rule or law or formalities. যথানুপূর্বa. conforming to the regular or due order or succession or sequence. ~পূর্বa. & adv. as before. ~পূর্বং তথা পরং no change in the condition or state; (derog.) as bad as ever. ~বৎa. & adv. according to the rule or law or formalities; as before; without change. ~বিধি same as ~নিয়ম । ~বিহিতa. & adv. as is prescribed or due. যথাভিপ্রেত, যথাভিমতn. & adv. according to one's desire, as one pleases. ~য়adv. where, wherein. ~যথa. & adv. according to the due order or succession or sequence. □ a. accurate; exact; correct; right; just; true; fit. ☐ adv. accurately; exactly; correctly; rightly; justly; truly; fittingly, fitly (also যথাযথভাবে). ~যোগ্য same as যথোচিত । ~রীতিa. & adv. as is usual or customary, according to usage or custom or practice. ~রুচিa. & adv. according to one's inclination or taste or choice. ~শক্তিa. & adv. to the best of one's abilities, as much as one can. ~শাস্ত্রa. & adv. conforming to the scriptures or scriptural prescriptions. ~সময়ে same as ~কালে । ~সম্ভবadv. as far as or as much as or as many as possible. ~সর্বস্বn. whatever one possesses, one's entire possessions. ~সাধ্য same as ~শক্তি । যথাসাধ্য চেষ্টা করা to try one's best or utmost. ~স্থানn. the right or proper or fixed or appointed place.
Samsad Bangla Abhidhan
যথা [ yathā ] অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্থানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ~কথঞ্চিৎ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ~কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ~কালে, ~.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ~ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ~জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ~তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ~দিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ~নিয়ম, ~.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ~নির্দিষ্ট বিণ. যেমন স্থিরীকৃত বা আদিষ্ট। ~নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ~ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ~পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববৎ, আগের মতো। ~যথা পূর্বং তথা পরম্ অবস্থা পূর্বের মতোই, অর্থাৎ কোনো পরিবর্তনই হয়নি। ~বৎ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ~বিধি, ~.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ~ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ~যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ~যথ-ভাবে ক্রি বিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ~যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্থা)। ~য় ক্রি-বিণ. যেখানে। ~রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ~রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ~লাভ বি. যৎকিঞ্চিৎ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ~শক্তি, ~.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ~শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ~সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ~সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ~স্থান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্থান। ~স্থিতি বিণ. প্রকৃত, সত্য। ☐ ক্রি-বিণ. যথার্থভাবে।