পেছন definitions

Bangla-Tangla Dictionary
পেছন [variant of পিছন]; the back of something (+ ফেরা = to turn away from)
Samsad Bangla Abhidhan
পেছন, পেছপা, পেছু [ pēchana, pēchapā, pēchu ] যথাক্রমে পিছন, পিছপা ও পিছু -র কথ্য রূপ। পেছু নেওয়া, পিছু নেওয়া ক্রি. বি. অনুসরণ করা। পেছু লাগা, পিছনে লাগা ক্রি. বি. উত্যক্ত করা; নাছোড়বান্দা হয়ে রত থাকা বা অনুসরণ করা।

Processing time: 0.44 s