শান্তি definitions

Bangla-Tangla Dictionary
শান্তি – peace
Samsad Bengali-English Dictionary
শান্তি [ śānti ] n peace, tranquillity, calm, quietude; removal (আপদশান্তি); control (ক্রোধের শান্তি); satisfaction, gratification (ক্ষুদার শান্তি); pacification, appeasement; alleviation; freedom from disturbances, peace; termination or cessation (যুদ্ধশান্তি); termination of hostility or war; weal, welfare, well being. ~জল n. holy sacrificial water sprinkled upon votaries to ward off evils. ~নিকেতন n. an abode of peace. ~পুরি a. produced at Shantipur in Ben gal. ☐ n. a very fine handloom cloth produced at Shantipur. ~পুরে a. of Shantipur in Bengal; produced at Shantipur; current at or used at Shantipur (শান্তিপুরে বুলি); born or living at Shantipur. ~পূর্ণ a. peaceful; calm; tranquil; quiet. ~প্রিয় a. peace loving. ~বিধায়ক a. pacifying, pacifactory; peace-making. ☐ n. a peace-maker. ~ভগ্ন n. breach of peace. ~ভঙ্গ করা v. to disturb the peace of; to create disturbance; to disturb. ~ভঙ্গকারী a. disturbing the peace; creating disturbances; disturbing. fem. ~ভঙ্গকারিণী । ~ময় same as ~পূর্ণ । fem. ~ময়ী । ~রক্ষক n. a defender of the peace; a police man. শান্তিরক্ষা করা v. to maintain peace. শান্তি স্থাপন করা v. to make peace (with); to bring to a peaceful state. ~স্বস্ত্যয়ন n. religious worship or service performed to ward off evils.
Samsad Bangla Abhidhan
শান্তি [ śānti ] বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্থিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনা কামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্থাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ~জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ~পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ~প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ~রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। ~রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ~স্থাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্থাপন। ~স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা।

Processing time: 1.6 s