শেষ definitions

Bangla-Tangla Dictionary
শেষ – end (+ রাখা = to accomplish something, usually used negatively with পারা)
Samsad Bengali-English Dictionary
শেষ [ śēṣa ] n (myth.) a king of snakes; end, termination; close; conclusion, finish; completion; ruin or destruction or death (শত্রুর শেষ দেখা); the rear, the backside, the back-end, the rearmost or backmost part or position (সবার শেষে); the last or lowest position or place (সব শেষে); remainder, balance; settlement, solution (তর্কের শেষ). ☐ a. last; concluding; ultimate; final; lowest; rearmost; remaining. শেষ করা v. to finish, to complete, to end, to conclude; to ruin or destroy or kill, to do (one) in. শেষ হওয়া v. to be finished or concluded; to end, to conclude; to close; to be ruined or destroyed or killed. শেষ অবস্থা, শেষ দশা n. the last or final stage; the end; the dying stage. ~কালে adv. at last, in the end. ~পাদ n. the last quarter. শেষ বিচার n. the Last Judgment, Doom. শেষ বিচারের দিন the Judgment day, Doomsday. শেষ বিচারক n. the Final Judge. ~ভাগ n. the last part; the remaining portion. ~মুহুর্ত n. the last moment, the eleventh hour. ~যাত্রা n. the last journey; death. ~রক্ষা n. that which saves the situation at the last moment, happy ending of a situation which seems hopeless. ~রাত, ~রাত্রি n. the last part of the night; small hours. শেষাবস্থা same as শেষ অবস্থা । শেষাশেষি adv. at the last moment, at the eleventh hour; at last, in the end, at long last; ultimately; finally. শেষে adv. in the end; in conclusion; towards the close; ultimately, finally; at last; last (সে শেষে এল). শেষোক্ত a. mentioned last of all; last-named.
Samsad Bangla Abhidhan
শেষ [ śēṣa ] বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাৎ, সর্বনিম্ন স্থান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। ☐ বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্থান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ~কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ~কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ~তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ~যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্থানের দিকে যাত্রা। ~রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ~শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত।

Processing time: 0.59 s