ছেলেমেয়ে definitions

Bangla-Tangla Dictionary
ছেলেমেয়ে – children
Samsad Bengali-English Dictionary
ছেলে [ chēlē ] n a boy; a lad; a male child; a son; (vul.) a person (মেয়েছেলে). ~খেলা n. a boy's or child's play; a very easy task; act of trifling with; dalliance. ছেলেখেলা করা v. to trifle with, to play with. ~ছোকরা n. pl. young men or chaps or fellows; lads. ~ধরা n. a child-lifter, a kidnapper of children. ~পিলে, ~পুলে n. pl. children, kiddies; one's sons and daughters collectively (not necessarily minor ones). ~বেলা n. childhood; in fancy. ছেলেভুলানো খেলনা n. the child's toys. ছেলেভুলানো গান n. lullaby. ছেলে ভুলানো ছড়া n. nursery rhyme. ~মানুষ a. tenderaged; inexperienced; childish; young and inexperienced (cp. a green horn). ~মানুষি, ~মি n. frivolity; silliness; immaturity; childishness. ছেলেমেয়ে boys and girls; children; sons and daughters.
Samsad Bangla Abhidhan
ছেলে [ chēlē ] বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল < পা. ছাব-তু. সং. শাবক]। ~খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ~ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ~ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ~পিলে, ~পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ~বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ~মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ~মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ~মি বি. ছেলেমানুষি। ~মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি।

Processing time: 2.29 s