নেশা definitions

Bangla-Tangla Dictionary
নেশা – addiction
Samsad Bengali-English Dictionary
নেশা [ nēśā ] n any intoxicating drug or liquor (নেশার জিনিস); intoxication, (when caused by wine) inebriation (নেশার ঘোর); great attraction or attachment or infatuation or propensity (কাজের নেশা, চোখের নেশা); a fad, a craze (কবিতা লেখার নেশা); stupefaction, besotted ness. নেশা করা to be a drug-addict or to be addicted to drinking. ~খোর a. addicted to taking an intoxicating drug or addicted to drinking. ☐ n. a drug-addict or a drunkard. নেশার বুঁদ dead drunk, the worse for liquor or drink. নেশার ঘোরে under the influence of wine or some other intoxicant. নেশারি a. intoxicating (নেশারি রূপ).
Samsad Bangla Abhidhan
নেশা [ nēśā ] বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর); 4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]। নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। ~খোর বি. মাদকসেবী।

Processing time: 0.39 s