তবে definitions

Bangla-Tangla Dictionary
তবে – but, then, so

locative of তব:
তব – the Sanskritic form of তোমার

Samsad Bengali-English Dictionary
তবে [ tabē ] con. & adv then (যদি খেলা না হয়, তবে যেয়ো না); so, now (আসি তবে); thereafter or only then, then alone (আগে আভাবে পড় তবে পয়সা চিনবে); but, on the other hand (একান্তই যদি যাও, তবে আর আটকাব না). ☐ int. well (তবে রে). locative of তব: তব1 [ taba1 ] pro. a (used in poetry) your, yours, thy, thine. locative of তব: তব2 [ taba2 ] adv. & con then.
Samsad Bangla Abhidhan
তবে [ tabē ] অব্য. 1 তো হলে (সে যদি যায়, তবে আমি যাব না); 2 অতঃপর (এবার তবে যাই, তবে আসি); 3 তারপর (আগে অভাবে পড়, তবে তো পয়সা চিনবে); 4 কিন্তু, পক্ষান্তরে (করতে বলি না, তবে যদি কর, বারণও করব না); 5 আক্রমণাত্মক হুংকার, আস্ফালন ('তবে রে ব্যাটা ইসটুপিড': সু. রা.)। [হি. তব্ + বাং. এ]। locative of তব: তব1 [ taba1 ] সর্ব. (কাব্যে) তোমার ('তব শুভ আশিস মাগে' : রবীন্দ্র)। [সং. তব]। locative of তব: তব2 [ taba2 ] অব্য. (ব্রজ.) 1 তখন; 2 তবে, তা হলে ('তব গাওই দুহুঁ মেলি': বৈষ্ণবদাস)। [হি. তব]। ~হি, ~হিঁ অব্য. 1 তৎক্ষণাৎ, তখনই; 2 তবেই ('তৈখনে রোখ তবহিঁ পরসাদ': গো. দা)। ~হু, ~হুঁ অব্য. তথাপি, তবুও ('তবহুঁ মনোরথ পুর': রাধামোহন ঠাকুর)। locative of তব: তবহি, তবহিঁ, তবহু, তবহুঁ [ tabahi, tabahi, n̐tabahu, tabahu ] দ্র তব2

Processing time: 0.4 s