কী definitions

Bangla-Tangla Dictionary
কী – what (when the answer is more than yes or no)
Samsad Bengali-English Dictionary
কী [ kī ] pro (interrogative) what, which (কী খাবে ?); nothing (ও আবার কী বলবে ?); a thing or an amount (জীবনে কত কী ঘটবে, কত কী দেখলাম). কী করে? adv. how, in what way. কীজন্য? adv. why, what for. কী প্রকারে, কীভাবে same as কী করে । exclam. how (কী সুন্দর ! how beautiful!) খোলক [ khōlaka ] n a hood for covering the whole body, a yashmak; a shell (of the crustacean). কী a. crustacean. ☐ n. a crustacean.
Samsad Bangla Abhidhan
কী [ kī ] সর্ব. কোন্ বস্তু; কোন্ ধরনের জিনিস বা ব্যাপার (কী চাই? কী খাচ্ছ? কী যে বল)। ☐ বিণ. কেমন, কীরূপ (কী খেলা, কী কথা)। ☐ (বিস্ময়সূচক) অব্য. খুব, অতিশয় (কী আশ্চর্য!)। [বাং. কী < সং. কিম্]। ~জন্য অব্য. কেন (কীজন্য কাঁদছ?)। ~রকম অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)। কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। ☐ অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। ☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ~তর, ~তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্থাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্থ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)।

Processing time: 0.38 s