অমিত definitions

Bangla-Tangla Dictionary
অমিত – Amit [name]
Samsad Bengali-English Dictionary
অমিত [ amita ] a unmeasured; immeasurable; unlimited, boundless; excessive, too much, immense; intemperate, immoderate. ~তেজা a. immensely spirited or powerful. ~বল a. immensely powerful. ~ব্যয় n. extravagance, wasteful expenditure. ~ব্যয়িতা n. extravagance, prodigality. ~ব্যয়ী a. extravagant, prodigal, lavish in expenditure. ~ব্যয়ী লোক n. spendthrift. ~ভাষী a. excessively talkative or garrulous; unrestrained in speech, free-spoken. ~ভোজন n. intemperance in eating, overeating; surfeit. ~ভোজী a. given to excessive or intemperate eating; garrulous. ☐ n. a glutton, a guzzler, a gourmand.
Samsad Bangla Abhidhan
অমিত [ amita ] বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ~তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ~বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ~বাক, ~বাক্, ~ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ~ব্যয় বি. বেহিসাবি অর্থাৎ প্রচুর খরচ। ~ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ~ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ~শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। ☐ বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ।

Processing time: 0.4 s