Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
সাহিত্য [ sāhitya ] n literature; a book (ধর্মসাহিত্য); composition, writing (প্রচারসাহিত্য). ~কলাn. the art of literary composition. ~ক্ষেত্রn. field of literature. ~চর্চাn. literary pursuit or discussion. সাহিত্যচর্চা করাv. to compose or study or cultivate literature. ~জগৎn. the literary world, the world of letters. ~বৃত্তি, ~ব্যবসায়n. the literary profession. ~ব্যবসায়ীn. same as সাহিত্যিক (n.). ~ভান্ডারn. the store or repertory of literature. ~রথীn. an eminent litterateur or writer. ~শিল্প same as ~কলা । ~সভাn. a literary society or gathering; the literary world. ~সমাজn. the literary world, litterateurs collectively. ~সমালোচকn. a critic of literature; a literary critic. ~সমালোচনাn. literary criticism. সহিত্যসেবা করাv. to pursue or compose or study or cultivate literature devotedly. ~সেবীa. devoted to literature; devotedly pursuing or composing or studying or cultivating literature. ☐ n. a devotee of literature; a litterateur, a writer, an author. সাহিত্যাকাশ same as ~জগৎ । সাহিত্যাচার্যn. one profoundly versed in literature; a connoisseur or a great teacher of literature; a great author or litterateur. সাহিত্যানুশীলন same as ~চর্চা । সাহিত্যালোচনাn. literary discussion. সাহিত্যালোচনা করাv. to discuss literature. সাহিত্যিকa. literary (সাহিত্যিক বৈঠক); pursuing literature (সাহিত্যিক লোক). ☐ n. a litterateur, a man of letters, a writer, an author (fem. an authoress).
Samsad Bangla Abhidhan
সাহিত্য [ sāhitya ] বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্থ (ধর্মসাহিত্য); 3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্থ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ~কলা, ~শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্থরচনার কৌশল বা গ্রন্থরচনারূপ শিল্প। ~চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ~জগৎ, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ~বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ~রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ~সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগৎ। ~সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ~সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ~সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ~সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ~সেবক, ~সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। ☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া:গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া:গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নোv. to cause to sing.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া:গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঘটিতব্য definitions
Samsad Bengali-English Dictionary
ঘটিত [ ghaṭita ] a caused to occur by, caused by, due to (দুর্বলতাঘটিত ভয়); concerning, involving (নারীঘটিত, অর্থঘটিত); mixed or blended with, containing. ঘটিতব্যa. that which is to happen; that which shall happen.
ঘাত্য [ ghātya ] a fit to be killed or beaten; (math.) multipliable.
Samsad Bangla Abhidhan
ঘাত [ ghāta ] বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ~ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ~চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ~ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ~ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। ☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ~সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।
চাহিত definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাওয়া – to want, to look at
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাই, চাও, চায় [ cāi, cāō, cāẏa ] v (pr. t.) forms of চাওয়া1 & চাওয়া2 । কী চাই, কী চাও what do you want? চাই-কিadv. even; probably. চাইলেই for the asking.shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাওয়া1 [ cāōẏā1 ] v to want; to ask for, to request for (ভিক্ষা চাওয়া, সময় চাওয়া); to desire (মরতে চাওয়া); to be ready to. চাওয়া চাওয়িn. act of wanting or asking for or desiring repeatedly. ~নোv. to cause to want; to cause to ask for or request for; to cause to desire; to cause to consent. ~মাত্রadv. for the asking.shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাওয়া2 [ cāōẏā2 ] v to look at; to open (চোখ চাওয়া); to cast an evil eye (on or at). চাওয়া চাওয়িn. act of looking at one another; act of coming to an agreement by favouring one another. ~নোv. to cause to look at; to cause to open. মুখ তুলে চাওয়াv. to look favourably on; to be favourably inclined towards.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাওয়া1 [ cāōẏā1 ] ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ~নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)।shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাওয়া2 [ cāōẏā2 ] ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ < সং. √চক্ষ্]। ~চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ~নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। ☐ বি. উক্ত অর্থে।shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাহা1 [ cāhā1 ] ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা; 2 কামনা করা, ইচ্ছা করা ('মারিতে চাহি না আমি সুন্দর ভুবনে': রবীন্দ্র)। [চাওয়া1 দ্র]।shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চাহা2 [ cāhā2 ] ক্রি. চাওয়া, তাকানো, দেখা, দৃষ্টি দেওয়া ('চাহিয়া দেখো': রবীন্দ্র)। [চাওয়া2 দ্র]।shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া:চেয়ে2 [ cēẏē2 ] অস-ক্রি. চাওয়া দ্র।
জাত্য definitions
Samsad Bengali-English Dictionary
জাত্য [ jātya ] a well-born, nobly-born; of a high lineage; legitimate; noble; best.
shadhu 3rd person ordinary past habitual tense of টানা:টানা – to pull
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of টানা:টানা2 [ ṭānā2 ] v to pull, to tug; to drag (পা টেনে টেনে চলা); to draw (রেখা টানা); to at tract (মন টানা); to carry (মাল টানা); to move quickly (পা টেনে চলা); to be partial to (ছেলের দিকে টানা); to stretch out (সুর টানা); to cut down expenditure (আয় কম হলে টেনে চলা); to smoke or drink (গাঁজা টানা, মদ টানা); to extract (রস টানা); to consume (খাইয়েরা খুব মিষ্টি টানছে); to sell (বাজারে মাল টানা). ☐ a. borne or drawn (ঘোড়ায়-টানা গাড়ি); operated by pulling or dragging (টানা পাখা, টানা জাল); straight (টানা পথ); continuous (টানা তিন ঘন্টা); skimmed (টানা দুধ); wide, broad, large, big (টানা চোখ); drawn (কালি দিয়ে টানা লেখা); quick and somewhat interwoven (টানা লেখা). গুণ টানাv. to tow. বইঠা টানা, দাঁড় টানাv. to row, to scull. টানা-জালn. a drag-net. টানাটানাa. broad, wide, large (টানাটানা চোখ); smelling of arrogance or vanity (টানাটানা কথা); quick and somewhat interwoven (টানাটানা লেখা). টানাটানিn. mutual or continuous pulling or tugging or dragging; mutual or continuous attraction; act of dragging forcibly; act of forcing; want, shortage, hardship (টানাটানির সংসার). টানাটানি করাv. to pull or tug or drag or attract mutually or continuously; to drag forcibly; to force; to cut down expenditure (টানাটানি করে সংসার চালানো). দড়ি-টানাটানিn. tug-of-war. টানা-হ্যাঁচড়াn. act of dragging forcibly; act of forcing; continuing or running on with difficulty; coming and going frequently. একটানাa. continuous; lying at a stretch. দোটানাn. vacillation, wavering.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of টানা:টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্থন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ~টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ~বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ~হেঁচড়া, ~হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
দাহ্য [ dāhya ] a inflammable; combustible; that which is fit to be burned. দাহ্য পদার্থ combustible substance.
Samsad Bangla Abhidhan
দাহ্য [ dāhya ] বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]।
নাহিত definitions
Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of নাওয়া:নাওয়া – to bathe [archaic]
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of নাওয়া:নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানোv. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
নিত্য [ nitya ] adv always, ever, for ever, every day, daily. ☐ a. daily (নিত্যকর্ম); diurnal (সূর্যের নিত্যগতি); immortal (নিত্যলোক); perpetual, everlasting; eternal, infinite; (phys.) constant. ~কর্ম, ~কার্য same as নিত্যকৃত্য । ~কালn. infinite time, eternity. নিত্যকাল ধিরে for ever; through the eternity. ~কালীনa. eternal; everlasting. ~কৃত্য, ~ক্রিয়াn. daily duties (esp. routine ones); daily religious rites such as prayers. ~তাn. everlastingness; immortality, imperishability; eternity; constancy; (mech.) conservation. ~নৈমিত্তিকa. daily or regular and occasional. ~প্রয়োজনীয়a. of daily use, of everyday use. ~প্রলয়n. sound or deep sleep. ~বৃত্তa. (gr.) indefinite (নিত্যবৃত্ত বর্তমান, অতীত ইত্যাদি). ~যাত্রীn. daily passenger, daily commuter. ~লীলাn. daily sports; (of a holy man) daily activities. ~শadv. constantly, always. ~সঙ্গীn. a constant companion. ~সত্যn. an eternal truth. ~সমাসn. (gr.) a system of forming compound words which cannot be expounded. ~সহচর same as নিত্যসঙ্গী । ~সেবাn. daily (routine) worship. নিত্যানন্দa. enjoying perpetual delight, ever delighted. ☐ n. the chief religious associate of শ্রীচৈতন্য । নিত্যানিত্যa. eternal and transitory, perpetual and transient; imperishable and perishable. নিত্যানিত্য বিচারn. discernment of or discrimination between what is eternal or imperishable and what is transitory or perishable.
Samsad Bangla Abhidhan
নিত্য [ nitya ] ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। ☐ বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্থায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ~কর্ম, ~কৃত্য, ~ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ~কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ~কাল বি. চিরকাল। ~তা বি. চিরস্থায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ~ধাম বি. স্বর্গ। ~নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ~প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ~প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ~বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ~যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ~যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ~যৌবনা। ~সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ~সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ~সেবা বি. দৈনিক পূজা।
পাতিত্য definitions
Samsad Bengali-English Dictionary
পাতিত্য [ pātitya ] n the state of being socially cast out; moral or religious fall, degeneration, downfall, depravity.
shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া:বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)
Samsad Bengali-English Dictionary
বাহিত [ bāhita ] a rowed, steered; propelled; paddled; driven; carried, borne; conveyed; transported; caused to flow. fem. বাহিতা ।shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া:বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা).shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া:বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2 ।
Samsad Bangla Abhidhan
বাহিত [ bāhita ] বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]।shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া:বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)।shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া:বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বাহ্য definitions
Samsad Bengali-English Dictionary
বাহ্য2 [ bāhya2 ] a portable, bearable.বাহ্য3 [ bāhya3 ] a external; exterior; outer; meterial; visible but unreal or superficial (এক বাহ্য). ~জগৎn. the material world. ~জ্ঞানn. knowledge or consciousness about external or surrounding objects; sense-perception: consciousness. ~জ্ঞানরহিত, ~জ্ঞানশূন্যa. (so dazed as to be) deprived of consciousness about external or surrounding objects; deprived of sense-perception or consciousness; stupefied; rapt; frantic; beside oneself. ~তadv. externally: outwardly; superficially. ~দৃশ্যn. extern nal or outward view or form. ~বস্তুn. a visible or material object.
Samsad Bangla Abhidhan
বাহ্য1 [ bāhya1 ] বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]।বাহ্য2 [ bāhya2 ] বিণ. 1 বহিস্থ, বাইরের (বাহ্য সৌন্দর্য, বাহ্য জগৎ); 2 অযথার্থ বা অপ্রধান ('এহ বাহ্য আগে কর আর')। [সং. বহিস্ + য]। ~কৃত্য, ~ক্রিয়া বি. (বাড়ির বাইরে গিয়ে করা হত বলে) মলত্যাগ। ~জগৎ বি. জড়জগৎ। ~জ্ঞান বি. বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞান; চেতনা। ~জ্ঞানহীন বিণ. অচেতন, অজ্ঞান। ~দৃষ্টি বি. চর্মচক্ষুর দ্বারা দর্শন, আপাতদৃষ্টি। বাহ্যিক (বাং. কিন্তু প্রচলিত) বিণ. 1 আপাতদৃষ্ট; 2 বাইরের।
মাহিষ্য definitions
Samsad Bengali-English Dictionary
মাহিষ্য [ māhiṣya ] n a caste amongst Hindus; a member of this caste.