Off by 2 letters:
রাহিত্য definitions

Samsad Bengali-English Dictionary
রাহিত্য [ rāhitya ] n want, lack; absence.
Samsad Bangla Abhidhan
রাহিত্য [ rāhitya ] বি. অভাব, বিহীনতা (গুণরাহিত্য)। [সং. রহিত + য]।
সাহিত্য definitions

Bangla-Tangla Dictionary
সাহিত্য – literature
Samsad Bengali-English Dictionary
সাহিত্য [ sāhitya ] n literature; a book (ধর্মসাহিত্য); composition, writing (প্রচারসাহিত্য). ~কলা n. the art of literary composition. ~ক্ষেত্র n. field of literature. ~চর্চা n. literary pursuit or discussion. সাহিত্যচর্চা করা v. to compose or study or cultivate literature. ~জগৎ n. the literary world, the world of letters. ~বৃত্তি, ~ব্যবসায় n. the literary profession. ~ব্যবসায়ী n. same as সাহিত্যিক (n.). ~ভান্ডার n. the store or repertory of literature. ~রথী n. an eminent litterateur or writer. ~শিল্প same as ~কলা । ~সভা n. a literary society or gathering; the literary world. ~সমাজ n. the literary world, litterateurs collectively. ~সমালোচক n. a critic of literature; a literary critic. ~সমালোচনা n. literary criticism. সহিত্যসেবা করা v. to pursue or compose or study or cultivate literature devotedly. ~সেবী a. devoted to literature; devotedly pursuing or composing or studying or cultivating literature. ☐ n. a devotee of literature; a litterateur, a writer, an author. সাহিত্যাকাশ same as ~জগৎ । সাহিত্যাচার্য n. one profoundly versed in literature; a connoisseur or a great teacher of literature; a great author or litterateur. সাহিত্যানুশীলন same as ~চর্চা । সাহিত্যালোচনা n. literary discussion. সাহিত্যালোচনা করা v. to discuss literature. সাহিত্যিক a. literary (সাহিত্যিক বৈঠক); pursuing literature (সাহিত্যিক লোক). ☐ n. a litterateur, a man of letters, a writer, an author (fem. an authoress).
Samsad Bangla Abhidhan
সাহিত্য [ sāhitya ] বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্থ (ধর্মসাহিত্য); 3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্থ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ~কলা, ~শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্থরচনার কৌশল বা গ্রন্থরচনারূপ শিল্প। ~চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ~জগৎ, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ~বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ~রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ~সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগৎ। ~সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ~সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ~সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ~সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ~সেবক, ~সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। ☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।
Off by 4 letters:
খালিত্য definitions

Samsad Bengali-English Dictionary
খালিত্য [ khālitya ] n baldness.
Samsad Bangla Abhidhan
খালিত্য [ khālitya ] বি. মাথার টাক, ইন্দ্রলুপ্ত। [সং. খলিত + য]।
গাহিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঘটিতব্য definitions

Samsad Bengali-English Dictionary
ঘটিত [ ghaṭita ] a caused to occur by, caused by, due to (দুর্বলতাঘটিত ভয়); concerning, involving (নারীঘটিত, অর্থঘটিত); mixed or blended with, containing. ঘটিতব্য a. that which is to happen; that which shall happen.
Samsad Bangla Abhidhan
ঘটিত [ ghaṭita ] বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ~ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত।
ঘাত্য definitions

Samsad Bengali-English Dictionary
ঘাত্য [ ghātya ] a fit to be killed or beaten; (math.) multipliable.
Samsad Bangla Abhidhan
ঘাত [ ghāta ] বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ~ বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ~চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ~1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ~2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। ☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ~সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনীঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।
চাহিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাওয়া – to want, to look at
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাই, চাও, চায় [ cāi, cāō, cāẏa ] v (pr. t.) forms of চাওয়া1 & চাওয়া2 । কী চাই, কী চাও what do you want? চাই-কি adv. even; probably. চাইলেই for the asking. shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাওয়া1 [ cāōẏā1 ] v to want; to ask for, to request for (ভিক্ষা চাওয়া, সময় চাওয়া); to desire (মরতে চাওয়া); to be ready to. চাওয়া চাওয়ি n. act of wanting or asking for or desiring repeatedly. ~নো v. to cause to want; to cause to ask for or request for; to cause to desire; to cause to consent. ~মাত্র adv. for the asking. shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাওয়া2 [ cāōẏā2 ] v to look at; to open (চোখ চাওয়া); to cast an evil eye (on or at). চাওয়া চাওয়ি n. act of looking at one another; act of coming to an agreement by favouring one another. ~নো v. to cause to look at; to cause to open. মুখ তুলে চাওয়া v. to look favourably on; to be favourably inclined towards.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাওয়া1 [ cāōẏā1 ] ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ~নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাওয়া2 [ cāōẏā2 ] ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ < সং. √চক্ষ্]। ~চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ~নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। ☐ বি. উক্ত অর্থে। shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাহা1 [ cāhā1 ] ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা; 2 কামনা করা, ইচ্ছা করা ('মারিতে চাহি না আমি সুন্দর ভুবনে': রবীন্দ্র)। [চাওয়া1 দ্র]। shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চাহা2 [ cāhā2 ] ক্রি. চাওয়া, তাকানো, দেখা, দৃষ্টি দেওয়া ('চাহিয়া দেখো': রবীন্দ্র)। [চাওয়া2 দ্র]। shadhu 3rd person ordinary past habitual tense of চাওয়া: চেয়ে2 [ cēẏē2 ] অস-ক্রি. চাওয়া দ্র।
জাত্য definitions

Samsad Bengali-English Dictionary
জাত্য [ jātya ] a well-born, nobly-born; of a high lineage; legitimate; noble; best.
Samsad Bangla Abhidhan
জাত্য [ jātya ] বিণ. 1 কুলীন; সদ্বংশজাত; 2 শ্রেষ্ঠ। [সং. জাতি + য]।
টানিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা – to pull
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা2 [ ṭānā2 ] v to pull, to tug; to drag (পা টেনে টেনে চলা); to draw (রেখা টানা); to at tract (মন টানা); to carry (মাল টানা); to move quickly (পা টেনে চলা); to be partial to (ছেলের দিকে টানা); to stretch out (সুর টানা); to cut down expenditure (আয় কম হলে টেনে চলা); to smoke or drink (গাঁজা টানা, মদ টানা); to extract (রস টানা); to consume (খাইয়েরা খুব মিষ্টি টানছে); to sell (বাজারে মাল টানা). ☐ a. borne or drawn (ঘোড়ায়-টানা গাড়ি); operated by pulling or dragging (টানা পাখা, টানা জাল); straight (টানা পথ); continuous (টানা তিন ঘন্টা); skimmed (টানা দুধ); wide, broad, large, big (টানা চোখ); drawn (কালি দিয়ে টানা লেখা); quick and somewhat interwoven (টানা লেখা). গুণ টানা v. to tow. বইঠা টানা, দাঁড় টানা v. to row, to scull. টানা-জাল n. a drag-net. টানাটানা a. broad, wide, large (টানাটানা চোখ); smelling of arrogance or vanity (টানাটানা কথা); quick and somewhat interwoven (টানাটানা লেখা). টানাটানি n. mutual or continuous pulling or tugging or dragging; mutual or continuous attraction; act of dragging forcibly; act of forcing; want, shortage, hardship (টানাটানির সংসার). টানাটানি করা v. to pull or tug or drag or attract mutually or continuously; to drag forcibly; to force; to cut down expenditure (টানাটানি করে সংসার চালানো). দড়ি-টানাটানি n. tug-of-war. টানা-হ্যাঁচড়া n. act of dragging forcibly; act of forcing; continuing or running on with difficulty; coming and going frequently. একটানা a. continuous; lying at a stretch. দোটানা n. vacillation, wavering.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of টানা: টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্থন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ~টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ~বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ~হেঁচড়া, ~হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।
দাহিত definitions

Samsad Bangla Abhidhan
দাহ [ dāha ] বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসৎকার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। ~ বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা ~ বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিতদাহী (-হিন্) বিণ. দাহকারী। দাহিত [ dāhita ] বিণ. দাহ করা হয়েছে এমন। [সং. √ দহ্ + ণিচ্ + ত]।
দাহ্য definitions

Samsad Bengali-English Dictionary
দাহ্য [ dāhya ] a inflammable; combustible; that which is fit to be burned. দাহ্য পদার্থ combustible substance.
Samsad Bangla Abhidhan
দাহ্য [ dāhya ] বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]।
নাহিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of নাওয়া: নাওয়া – to bathe [archaic]
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
নিত্য definitions

Bangla-Tangla Dictionary
নিত্য [adverb] every day
Samsad Bengali-English Dictionary
নিত্য [ nitya ] adv always, ever, for ever, every day, daily. ☐ a. daily (নিত্যকর্ম); diurnal (সূর্যের নিত্যগতি); immortal (নিত্যলোক); perpetual, everlasting; eternal, infinite; (phys.) constant. ~কর্ম, ~কার্য same as নিত্যকৃত্য । ~কাল n. infinite time, eternity. নিত্যকাল ধিরে for ever; through the eternity. ~কালীন a. eternal; everlasting. ~কৃত্য, ~ক্রিয়া n. daily duties (esp. routine ones); daily religious rites such as prayers. ~তা n. everlastingness; immortality, imperishability; eternity; constancy; (mech.) conservation. ~নৈমিত্তিক a. daily or regular and occasional. ~প্রয়োজনীয় a. of daily use, of everyday use. ~প্রলয় n. sound or deep sleep. ~বৃত্ত a. (gr.) indefinite (নিত্যবৃত্ত বর্তমান, অতীত ইত্যাদি). ~যাত্রী n. daily passenger, daily commuter. ~লীলা n. daily sports; (of a holy man) daily activities. ~ adv. constantly, always. ~সঙ্গী n. a constant companion. ~সত্য n. an eternal truth. ~সমাস n. (gr.) a system of forming compound words which cannot be expounded. ~সহচর same as নিত্যসঙ্গী । ~সেবা n. daily (routine) worship. নিত্যানন্দ a. enjoying perpetual delight, ever delighted. ☐ n. the chief religious associate of শ্রীচৈতন্য । নিত্যানিত্য a. eternal and transitory, perpetual and transient; imperishable and perishable. নিত্যানিত্য বিচার n. discernment of or discrimination between what is eternal or imperishable and what is transitory or perishable.
Samsad Bangla Abhidhan
নিত্য [ nitya ] ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। ☐ বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্থায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ~কর্ম, ~কৃত্য, ~ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ~কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ~কাল বি. চিরকাল। ~তা বি. চিরস্থায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ~ধাম বি. স্বর্গ। ~নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ~প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ~প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ~বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ~যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ~যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ~যৌবনা। ~সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ~সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ~সেবা বি. দৈনিক পূজা।
পাতিত্য definitions

Samsad Bengali-English Dictionary
পাতিত্য [ pātitya ] n the state of being socially cast out; moral or religious fall, degeneration, downfall, depravity.
Samsad Bangla Abhidhan
পাতিত্য [ pātitya ] বি. পতিতের অবস্থা বা ভাব। [সং. পতিত + য].
পালিত্য definitions

Samsad Bangla Abhidhan
পালিত্য [ pālitya ] বি. বার্ধক্যহেতু চুলের পক্বতা বা শুভ্রতা। [সং. পলিত + য]।
বাহিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)
Samsad Bengali-English Dictionary
বাহিত [ bāhita ] a rowed, steered; propelled; paddled; driven; carried, borne; conveyed; transported; caused to flow. fem. বাহিতা । shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
বাহিত [ bāhita ] বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]। shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। shadhu 3rd person ordinary past habitual tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বাহ্য definitions

Samsad Bengali-English Dictionary
বাহ্য2 [ bāhya2 ] a portable, bearable. বাহ্য3 [ bāhya3 ] a external; exterior; outer; meterial; visible but unreal or superficial (এক বাহ্য). ~জগৎ n. the material world. ~জ্ঞান n. knowledge or consciousness about external or surrounding objects; sense-perception: consciousness. ~জ্ঞানরহিত, ~জ্ঞানশূন্য a. (so dazed as to be) deprived of consciousness about external or surrounding objects; deprived of sense-perception or consciousness; stupefied; rapt; frantic; beside oneself. ~ adv. externally: outwardly; superficially. ~দৃশ্য n. extern nal or outward view or form. ~বস্তু n. a visible or material object.
Samsad Bangla Abhidhan
বাহ্য1 [ bāhya1 ] বিণ. বহনীয়, বহন করা যায় বা বহন করা উচিত এমন, বহনের উপযোগী (নৌবাহ্য নদী)। [সং. √ বহ্ + য]। বাহ্য2 [ bāhya2 ] বিণ. 1 বহিস্থ, বাইরের (বাহ্য সৌন্দর্য, বাহ্য জগৎ); 2 অযথার্থ বা অপ্রধান ('এহ বাহ্য আগে কর আর')। [সং. বহিস্ + য]। ~কৃত্য, ~ক্রিয়া বি. (বাড়ির বাইরে গিয়ে করা হত বলে) মলত্যাগ। ~জগৎ বি. জড়জগৎ। ~জ্ঞান বি. বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞান; চেতনা। ~জ্ঞানহীন বিণ. অচেতন, অজ্ঞান। ~দৃষ্টি বি. চর্মচক্ষুর দ্বারা দর্শন, আপাতদৃষ্টি। বাহ্যিক (বাং. কিন্তু প্রচলিত) বিণ. 1 আপাতদৃষ্ট; 2 বাইরের।
মাহিষ্য definitions

Samsad Bengali-English Dictionary
মাহিষ্য [ māhiṣya ] n a caste amongst Hindus; a member of this caste.
Samsad Bangla Abhidhan
মাহিষ্য [ māhiṣya ] বি. 1 (মূলত পশুপালক) হিন্দুজাতিবিশেষ।☐বিণ. মহিষসম্বন্ধীয়। [স. মহিষ+অ]।
রসসাহিত্য definitions

Samsad Bangla Abhidhan
রস [ rasa ] বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্থা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভৎস ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর বা উজ্জ্বল 15 তাৎপর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ~কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ~কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ~কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ~গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ~গোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ। ~গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ~ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ~ঘ্ন বিণ. দেহস্থ রসের আধিক্যনাশক। ☐ বি. সোহাগা। ~জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ~জ্ঞা। বি. ~জ্ঞ তা। ~জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ~বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ~বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ~বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। ☐ বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ~বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ~বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ~বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্থ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ~বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ~বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ~ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ~ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ~ময়ী। ~মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ~রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ~রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ~রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ~শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ~সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ~সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ~স্থ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ~হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা।
লালিত্য definitions

Samsad Bengali-English Dictionary
লালিত্য [ lālitya ] n beauty; sweetness, charm; (of speech) suavity.
Samsad Bangla Abhidhan
লালিত্য [ lālitya ] বি. 1 ললিত ভাব, কমনীয়তা, কান্তি, সৌন্দর্য (মুখমণ্ডলের লালিত্য); 2 মধুরতা, মাধুর্য (কবিতার পদলালিত্য) [সং. ললিত + য]।

Processing time: 1.74 s